Read In
Whatsapp
Celeb's Collection

Hrithik Roshan Car Collection : হৃত্বিকের গাড়ির কালেকশনে রয়েছে বড় চমক, একমাত্র তার গ্যারেজেই রয়েছে এই বিশেষ গাড়ি

বলিপাড়ার গ্রিক গড বললে আর নাম বলার দরকার পড়েনা। ভক্তরা তার অভিনয় শৈলী থেকে নাচ, সবেতেই দারুণভাবে মুগ্ধ। সবার কাছেই বেশ প্রিয় তিনি। আর সেই হৃতিক রোশন তার জীবনের হাফ সেঞ্চুরি পেরোলেন সদ্যই। যদিও তার যে বছর পঞ্চাশ বয়স হয়েছে তা বোঝার কোনো উপায়ই নেই।

বলি ইন্ডাস্ট্রিতে হৃতিক রোশন বিখ্যাত অভিনয় এবং নাচের জন্য। তবে আরো একটি বিষয় রয়েছে সেখানেও খুব বিখ্যাত তিনি। আর তা হলো অভিনেতার গাড়ির কালেকশন। বড় বড় অভিনেতাদের মতো তারও বাড়িতে বিরাট বড় মাপের বিলাসবহুল গাড়ির সংগ্রহ রয়েছে। আর কি নেই সেখানে? রোলস রয়েস, ফেরারি, পোর্শে সবই শোভা পাচ্ছে হৃতিকের গ্যারেজে (Hrithik Roshan Car Collection)। Hrithik Roshan Car Collection

একনজরে দেখে নিন হৃতিকের গ্যারেজের কালেকশন

রোলস রয়েস গোস্ট সিরিজ 2 – 5.32 কোটি টাকা
মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস – 2.78 কোটি টাকা
মার্সিডিজ ভি ক্লাস – 1.46 কোটি টাকা
ফেরারি 360 মডেনা – 4 কোটি টাকা
ফোর্ড মাসটাং ভিন্টেজ – 2.2 কোটি টাকা
পোর্শে সিয়ান টার্বো – 2 কোটি টাকা
মাসেরাতি স্পাইডার – দাম 2.25 কোটি টাকা

হৃতিকের কালেকশনের সবচেয়ে দামী গাড়ি রোলস রয়েস গোস্ট। আপনাদের জানিয়ে দিই যে, এই ভার্সনটি আর পাওয়া যায়না বাজারে। নিজের 42 তম জন্মদিনে গাড়িটি কেনেন অভিনেতা। এছাড়া রয়েছে বিলাসবহুল সেডান মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস। হৃতিকের কাছে থাকা গাড়িটির এক্স শোরুম দাম 2.78 কোটি টাকা।

Back to top button