Read In
Whatsapp
Celeb's Collection

বাদশাহ নাকি হানি সিং! কার গ্যারেজে আছে সেরা লাক্সারি গাড়ি? দেখে নিন

সদ্যই কামব্যাক করেছেন বলিপাড়ার Rap king Yo Yo Honey Singh। নিজের ইয়ো ইয়ো স্টাইলে নেটপাড়া মাতাচ্ছেন তিনি। এবার Honey Singh এর সাথে Badshah এর যে অলিখিত লড়াই চলছে এ আর বলে দেওয়ার দরকার নেই। কিন্তু জানেন কি কার গাড়ির কালেকশন বড়? চলুন তাই দেখে নেওয়া যাক।

Yo Yo Honey Singh

1) Audi R8- 3 কোটি টাকা দামের রেসিং গাড়িটি রয়েছে Honey Singh এর গ্যারেজে।

2) Jaguar X3- তালিকায় দ্বিতীয় গাড়ি Jaguar এর বিখ্যাত X3। 1.14 কোটি টাকা দাম এই গাড়ির।

3) Audi Q7- Audi এর আরো একটি রেসিং মডেল, Q7 রয়েছে Honey Singh এর গ্যারেজে। বাজারে গাড়িটির দাম 90 লাখ টাকা।

4) Rolls Royce Phantom- তারকার গ্যারেজে Rolls Royce থাকবেনা এ আবার হয় নাকি! Honey Singh এর গ্যারেজের শোভা বাড়াচ্ছে Rolls Royce এর বিখ্যাত Phantom গাড়িটি। উল্লেখ্য এই গাড়িটির দাম 9 কোটি টাকা!

এছাড়া BMW এর একটি 520D গাড়িও রয়েছে পপ তারকার কাছে। সেটির দাম প্রায় 50 লক্ষ টাকা।

Badshah 

1) BMW 640d- Badshah এর গাড়ির কালেকশনের প্রথম গাড়ি BMW 640d। এই গাড়িটির মার্কেট ভ্যালু 1.15 কোটি টাকা।

2) BMW 740 Li- তালিকায় দ্বিতীয় গাড়ি 1.35 কোটি টাকা দামের BMW এরই 740 Li।

3) Porsche Cayman- বিখ্যাত গাড়ি নির্মাতা সংস্থা Porsche Cayman রয়েছে Badshah এর গ্যারেজে। গাড়িটির দাম 1.9 কোটি টাকা।

এছাড়া Rap গায়কের গ্যারেজে রয়ে হয়ে Mercedes Benz এর S-450 এবং Jeep Wrangler। S-450 গাড়িটির দাম 1.40 কোটি টাকা এবং Jeep Wrangler এর বাজার মূল্য 70 লাখ টাকা।

Back to top button