সদ্যই কামব্যাক করেছেন বলিপাড়ার Rap king Yo Yo Honey Singh। নিজের ইয়ো ইয়ো স্টাইলে নেটপাড়া মাতাচ্ছেন তিনি। এবার Honey Singh এর সাথে Badshah এর যে অলিখিত লড়াই চলছে এ আর বলে দেওয়ার দরকার নেই। কিন্তু জানেন কি কার গাড়ির কালেকশন বড়? চলুন তাই দেখে নেওয়া যাক।
Yo Yo Honey Singh
1) Audi R8- 3 কোটি টাকা দামের রেসিং গাড়িটি রয়েছে Honey Singh এর গ্যারেজে।
2) Jaguar X3- তালিকায় দ্বিতীয় গাড়ি Jaguar এর বিখ্যাত X3। 1.14 কোটি টাকা দাম এই গাড়ির।
3) Audi Q7- Audi এর আরো একটি রেসিং মডেল, Q7 রয়েছে Honey Singh এর গ্যারেজে। বাজারে গাড়িটির দাম 90 লাখ টাকা।
4) Rolls Royce Phantom- তারকার গ্যারেজে Rolls Royce থাকবেনা এ আবার হয় নাকি! Honey Singh এর গ্যারেজের শোভা বাড়াচ্ছে Rolls Royce এর বিখ্যাত Phantom গাড়িটি। উল্লেখ্য এই গাড়িটির দাম 9 কোটি টাকা!
এছাড়া BMW এর একটি 520D গাড়িও রয়েছে পপ তারকার কাছে। সেটির দাম প্রায় 50 লক্ষ টাকা।
Badshah
1) BMW 640d- Badshah এর গাড়ির কালেকশনের প্রথম গাড়ি BMW 640d। এই গাড়িটির মার্কেট ভ্যালু 1.15 কোটি টাকা।
2) BMW 740 Li- তালিকায় দ্বিতীয় গাড়ি 1.35 কোটি টাকা দামের BMW এরই 740 Li।
3) Porsche Cayman- বিখ্যাত গাড়ি নির্মাতা সংস্থা Porsche Cayman রয়েছে Badshah এর গ্যারেজে। গাড়িটির দাম 1.9 কোটি টাকা।
এছাড়া Rap গায়কের গ্যারেজে রয়ে হয়ে Mercedes Benz এর S-450 এবং Jeep Wrangler। S-450 গাড়িটির দাম 1.40 কোটি টাকা এবং Jeep Wrangler এর বাজার মূল্য 70 লাখ টাকা।