Read In
Whatsapp
Celeb's Collection

দিশা পাটানির নতুন গাড়ি চমকে দেওয়ার মতো, দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য

হিন্দি সিনে জগতের বিখ্যাত অভিনেত্রী দিশা পাটানি। সাধারণত নিজের ছবি এবং গ্ল্যামারের কারণে লাইমলাইটে থাকেন তিনি। কিন্তু সম্প্রতি তাকে দেখা গিয়েছে এক বিশেষ গাড়িতে। দিশাকে সম্প্রতি বৈদ্যুতিক সেডান BMW i7 গাড়িতে দেখা গিয়েছে।

উল্লেখ্য এর আগে অজয় দেবগন, রেখা, কিম শর্মা এবং জ্যাকলিন ফার্নান্দেজ সহ অনেক বড় চলচ্চিত্র তারকাকে দেখা গিয়েছে এই গাড়িতে। কিন্তু জানেন কি কত দাম এই গাড়ির? চলুন দেখে নেওয়া যাক গাড়িটির সম্পর্কে।

BMW i7 প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি। এই গাড়িটির দাম 2 কোটি টাকারও বেশি এবং সেটির টপ মডেলের দাম 2.5 কোটি টাকা। বর্তমানে BMW এর ফ্ল্যাগশিপ গাড়ি এটি। সেখানে রয়েছে 101.7 kWh লিথিয়াম আয়ন ব্যাটারি। ডুয়াল মোটর সিস্টেম সহ অল-হুইল ড্রাইভট্রেন সমেত গাড়িটির সর্বোচ্চ শক্তি 544 hp এবং সেটি 745 Nm এর সর্বোচ্চ টর্ক তৈরি করে।

উল্লেখ্য যে, BMW i7 এর সিঙ্গেল চার্জে 625 কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম। গতির দিক দিয়েও বেশ শক্তিশালী সেডানটি। মাত্র 4.7 সেকেন্ডেই গাড়িটি শুন্য থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে চলতে পারে। 195 kw DC চর্জিংয়ের সাহায্যে খুব জলদি চার্জ হয়ে যায় BMW i7

Back to top button