বাইকের বাজারে সারাবিশ্বে যে কয়টি বড় নাম রয়েছে তার মধ্যে Ducati অন্যতম। Bike তো নয়, ইতালিয়ান বাইক জায়ান্ট তৈরি করে Super Bike। স্বাভাবিক ভাবেই সেগুলোর দাম হয় অনেকটাই বেশি। তাই সবার সাধ্যের মধ্যে থাকেও না সেগুলো। কিন্তু সেলিব্রিটিরা Ducati সুপারবাইক চালাতে ভারী পছন্দ করেন। আজ আমরা এমন 5 সেলিব্রিটির সম্বন্ধে বলতে চলেছি যাদের পছন্দের বাইক Ducati। চলুন দেখে নেওয়া যাক।
1) Arshad Warsi
Ducati Monster 797
বলি অভিনেতা Arshad Warsi এর কাছে রয়েছে Ducati এর বিখ্যাত Monster 797 বাইক। এই বাইককে শক্তি যোগানোর জন্য রয়েছে একটি 803 সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 74 bhp শক্তি এবং সেইসাথে 67 Nm টর্ক উৎপন্ন করে।
2) MS Dhoni
Ducati 1098
ভারতীয় দলের পূর্ব অধিনায়ক MS Dhoni এর কাছে রয়েছে অন্যতম বিখ্যাত ট্র্যাক বাইক Ducati 1098। বাইকে রয়েছে 1099 সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনটি মোট 158 bhp শক্তি এবং সেইসাথে 123 Nm টর্ক উৎপন্ন করে।
3) Kunal Khemu
Ducati Scrambler Icon
কুণালের কাছে Scrambler ডিজাইনের একটি Ducati রয়েছে। এই বাইকটিতে 803 সিসির ইঞ্জিন রয়েছে যা 73 bhp শক্তি এবং 63 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।
4) Shahid Kapoor
Ducati Scrambler 1100 special
শাহিদ কাপুরও বেশ বড় বাইকপ্রেমী। হামেশাই অভিনেতাকে দেখা যায় বাইকে চড়ে ঘুরে বেড়াতে। আর এক্ষেত্রে তার পছন্দের Ducati Scrambler 1100 special। এই বাইকে একটি 1097 সিসির L-Twin ইঞ্জিন রয়েছে যা 85 bhp শক্তি এবং 88 Nm টর্ক উৎপন্ন করে।
5) Vivek Oberoi
Ducati 1098
বিবেক ওবেরয়ের কাছেও MS Dhoni এর মতই একটি বাইক Ducati 1098 রয়েছে।