Read In
Whatsapp
Celeb's Collection

3 কোটির গাড়িতে করে সওয়ারি করছেন ক্যাপ্টেন কুল, নজর কাড়বে নতুন নাম্বার প্লেট! দেখে নিন

মহেন্দ্র সিং ধোনি যে বিরাট বড় মাপের বাইক প্রেমী সেই নিয়ে তো নতুন করে বলার নেই। নানান ধরণের বিভিন্ন বাইক রয়েছে তার গ্যারেজে। তবে শুধু বাইকে আটকে নেই ভারতীয় দলের প্রাক্তণ অধিনায়ক। বাইকের সাথে সাথে গাড়ির প্রতি ভীষণ ভালোবাসা রয়েছে তার। ধোনির গ্যারেজে রয়েছে একাধিক দুর্দান্ত চার চাকা। তার গ্যারেজে নতুন সংযোজন Mercedes-AMG G63। সদ্যই নতুন গাড়িতে দেখা গিয়েছে তাকে। Mercedes AMG G63 g wagon

মার্সিডিজের নতুন SUV টি সারাবিশ্বেই দারুণ জনপ্রিয়। বহু তারকার প্রিয় গাড়ি এটি। 3.3 কোটি টাকার এই গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ন অংশ হয়ে ওঠেছে তার নম্বরপ্লেট। কারণ তার গাড়ির নম্বর প্লেটে লেখা রয়েছে ‘0007’। উল্লেখ্য যে, এর আগে 07 নাম্বারের জার্সি পরেই মাঠে নামতেন ক্যাপ্টেন কুল। এবার সেই নাম্বারেই দেখা গেল নয়া গাড়িকে।

Mercedes-AMG G63 গাড়িতে রয়েছে 4 লিটার V8 টুইন টার্বো ইঞ্জিন। আর এই ইঞ্জিন মোট 577 hp শক্তি এবং 850 Nm টর্ক উত্পন্ন করতে সক্ষম। 9 স্পিড টর্ক কনভার্টার ট্রান্সমিশনের সাথে যুক্ত এই V8 ইঞ্জিন। উল্লেখ্য মাত্র 4.5 সেকেন্ডেই গাড়িটি 0 থেকে 100 কিমি প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে পারে এবং সেটির টপ স্পিড 220 কিমি প্রতি ঘণ্টা।

তবে এই প্রথম কোনো বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন না ধোনি। বাইকের সাথে সাথে তার গ্যারেজে রয়েছে বিরাট বহুমূল্য গাড়ির কালেকশন। Mercedes-AMG G63 ছাড়াও ক্যাপ্টেন কুলের কাছে রয়েছে Nissan Jonga, Hummer H2, Jeep Cherokee, Ford Mustang, Pontiac Firebird, Rolls Royce Silver Wraith ইত্যাদি গাড়ি।

Back to top button