TRENDS
Advertisement

সুরক্ষার বিষয়ে Volvo-ও পাত্তা পাবেনা Tata Harrier এর কাছে, বিশাল বড় পাথরও ছুঁতে পারল না যাত্রীদের

টাটা মোটরস (Tata Motors) সম্প্রতি যেসমস্ত গাড়ি বাজারে নিয়ে এসেছে তা সুরক্ষার জন্য বিশেষ প্রশংসা আদায় করেছে। সুরক্ষার ক্ষেত্রে বিশ্বের তাবৎ সংস্থাকে মাত দিতে পারে টাটা মোটরস। গাড়ির সুরক্ষার জন্য…

Published By: Ritwik | Published On:

টাটা মোটরস (Tata Motors) সম্প্রতি যেসমস্ত গাড়ি বাজারে নিয়ে এসেছে তা সুরক্ষার জন্য বিশেষ প্রশংসা আদায় করেছে। সুরক্ষার ক্ষেত্রে বিশ্বের তাবৎ সংস্থাকে মাত দিতে পারে টাটা মোটরস। গাড়ির সুরক্ষার জন্য যে N-Cap ক্র্যাশ টেস্ট হয় সেখানে টাটাদের বড় SUV Harrier সহ অন্যান্য অনেক গাড়ি 6 স্টার হাসিল করে যাত্রীদের ভরসা জিতে নিয়েছে। সম্প্রতি সেই কথাটাই যেন কনফার্ম করেছে এক ভাইরাল ভিডিও (Viral Video)।সুরক্ষার বিষয়ে Volvo-ও পাত্তা পাবেনা Tata Harrier এর কাছে, বিশাল বড় পাথরও ছুঁতে পারল না যাত্রীদের

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

প্রথমেই জানিয়ে রাখি Tata Motors-এর Harrier এবং বহুমূল্য Tesla-এর Model S ক্র্যাশ টেস্টে (Crash Test) একই স্থানে অবস্থান করে। কিছুক্ষেত্রে Tata Harrier এর নিরাপত্তা Tesla Model S এর থেকেও বেশি সুরক্ষিত। সেজন্য ভারতীয় গাড়িগুলোর মধ্যে ক্র্যাশ টেস্টে শীর্ষস্থান হাসিল করেছে Tata Harrier। আর সেই ঘটনার প্রমাণ মিলেছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এক ভিডিও থেকে।

সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওটি পোস্ট করেছেন শ্রী শারদা ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ডঃ পিআরএস চক্রবর্তী। তিনি ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, “সমস্ত যাত্রীরা কোনও আঘাত ছাড়াই রক্ষা পেয়েছে। যেহেতু টাটার সমস্ত গাড়িই 5 স্টার নিরাপত্তা রেটিং সহ আসে তা এই ক্ষেত্রে জীবন রক্ষাকারী হিসাবে পরিণত হয়েছে।”

একইসাথে তিনি আরো লিখেছেন যে, “Tata Harrier NCAP ক্র্যাশ টেস্ট রেটিং এ Harrier বিশ্বের প্রথম গাড়ি যেটি কিনা 6 স্টার নিরাপত্তা রেটিং পেয়েছে। ভক্তরা তাই দেখে এত খুশি যে ‘থ্যাঙ্ক ইউ রতন টাটা’ টুইটারে ট্রেন্ড চলছে টুইটারে।” এছাড়া G-NCAP-এর প্রধান মিস্টার ক্রাউস বি যে গাড়িটির অসাধারণ সুরক্ষার তারিফ করেছেন সেটিও তুলে ধরেছেন ড: পিআরএস চক্রবর্তী।

বর্ষার মরশুম চলার কারণে বিভিন্ন রাজ্য বিশেষ করে পাহাড়ের ওপরস্থিত রাজ্যগুলোর খারাপ অবস্থা চলছে। ভারী বর্ষণের কারণে ভূমিধস, বিদ্যুৎ বিভ্রাট, রাস্তা বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতুরও অনেকখানি ক্ষতি হয়ে যায়। হঠাৎ ভূমিধসের কারণে বড় বড় পাথর পড়ে যায় পাহাড় থেকে। সেরকমই এক পরিস্থিতির সম্মুখীন হয় Tata Harrier গাড়িটি।

About Author