প্রাচীন সময় থেকেই ঘোড়াকে অনেক সময় শক্তির সাথে তুলনা করা হয়। পদার্থবিদ্যায় শক্তির একক হিসেবে ব্যাবহার করা হয় ‘Horse Power’ বা অশ্বশক্তি। তাই ঘোড়ার শক্তি নিয়ে বোধ হয় কারোরই তেমন সন্দেহ নেই। কিন্তু সম্প্রতি ঘোড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা সোশ্যাল মিডিয়াতে বেশ আলোড়ন ফেলে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি ঘোড়া তার পা গাড়ির পেছনে ঢুকিয়ে দিয়েছে। আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে গাড়ির পেছনে একটি ঘোড়া আটকে আছে। ঘোড়াটি একেবারে শান্ত এবং স্থির হয় আছে। সেখানে দেখা যাচ্ছে গাড়ির পেছনের কাঁচ ভেঙে ঘোড়ার সামনের দুই পা ভেতরে ঢুকে গেছে। কিন্তু পা আর বের করতে পারছেনা ঘোড়াটি। খুবই খারাপভাবে আটকে পড়ায় একদম ধীর হয়ে রয়েছে ঘোড়াটি।
ভিডিওর ফুটেজ দেখে মনে হচ্ছে ঘোড়াটি সেই গাড়ির পিছনের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তার ফলেই সেটির পা কাঁচ ভেঙে গাড়ির পিছনে ঢুকে পড়ায় আটকে যায়। উপস্থিত জনতার কেউ কেউ হাঁ করে দেখছে সেই দৃশ্য! অনেকে সেই দৃশ্য দেখে নিজেদের মতানুযায়ী ঘোড়াটির অবস্থা মূল্যায়ন করছেন। এদিকে ঘোড়াটি কীভাবে সেখানে আটকা পড়েছে তা পরীক্ষা করার জন্য গাড়ির মালিক গাড়ির গেট খুলে দেখেন, কিন্তু তাও ঠিক বোঝা যায়নি।
View this post on Instagram
যদিও এই প্রথম না এর আগেও ঘোড়াকে গাড়ির সামনের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়তে দেখা গেছে। এরপর অনেক চেষ্টা করে তাকে বের করা হয়। ঘোড়াটি এমন জায়গায় আটকে পড়ে যে, তাকে বহু চেষ্টার পর বের করা হয়। আবার পুরোনো একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ঘোড়ার পুলে আটকে যাওযার ঘটনা। সেটিকে ক্রেন দিয়ে উদ্ধার করা হয়।