দেশের অন্দরে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে Ola Electric Scooter। ইলেক্ট্রিক স্কুটার নিয়ে নেতিবাচক এবং ইতিবাচক, উভয় খবরই এসেছে। তবে উৎসাহী জনতা মাঝেমধ্যেই অতিরিক্ত কার্য করে ফেলে। আর তেমনই একটি ভিডিও সামনে এসেছে Ola Scooter নিয়ে। এমনকি সেজন্য মুখ খুলতে হয়েছে Ola সিইও ভবেশ আগরওয়ালকে। তিনি Ola Scooter নিয়ে জলের মধ্যে ঘুরে বেড়ানোর একটি ভিডিও ট্যুইট করেছেন।
বর্ষার মরশুমে ভারী বর্ষণ এবং সেইসাথে যমুনা নদীর জলস্তর বৃদ্ধির কারণে, দিল্লির বহু রাস্তা জলের নীচে চলে গিয়েছে। ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাস্তায় অবধি জল চলে এসেছে। এদিকে তারই মধ্যে অনেকে Ola Scooter নিয়ে নেমে পড়েন। ইলেক্ট্রিক স্কুটারে অবশ্য জল ঢুকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে, কিন্তু Ola তে সেই নিয়ে ভয় না থাকায় মানুষ ভরা বন্যার মধ্যেই দেদার বেরিয়ে পড়েন গাড়ি নিয়ে।
এদিকে বিষয়টি সামনে আসতেই প্রতিক্রিয়া দিয়েছেন ভবেশ আগরওয়াল। তিনি নিজের ট্যুইটে ভিডিওটি পোস্ট করে জনতাকে মনে করিয়ে দেন যে, Ola Scooter টি জলের মধ্যে যেতে পারলেও সেটি কিন্তু মাছ নয়! আসলে ভিডিওতে দেখা যাচ্ছে যে, স্কুটারের অনেকাংশই জলের নিচে ছিল। সেক্ষেত্রে বিপদ ঘটার সম্ভবনা রয়েছে।
Folks, while our scooter can go through a lot of water, please remember that it’s a scooter, not a fish!! pic.twitter.com/8xM1QfGKxu
— Bhavish Aggarwal (@bhash) July 14, 2023
একটি ভিডিওতে দেখা যায় Ola Scooter টির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পর্যন্ত জলে ঢেকে যায়। কিন্তু তারপরেও স্কুটারটি বেশ ভালই পারফর্ম করে। কিন্তু Ola সিও মনে করিয়ে দেন যে, স্কুটারটিকে ডিজাইন করা হয়েছে ডাঙায় চালানোর জন্য। এক্ষেত্রে বেশি পরিমাণ আর্দ্রতা গাড়ির ক্ষতি করতেই পারে। কোনরকমে জল ঢুকে পড়লে গাড়িতে থাকা ব্যাটারি প্যাকে আগুন লেগে যাওয়ার সম্ভবনা রয়েছে। তাই ভবেশ নিজেই বিষয়টি নিয়ে মুখ খোলেন।