Read In
Whatsapp
Viral Scoop

হার মানবে রোলস রয়েসও, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অটোর ভিডিও!

অটো নাকি বিলাসবহূল গাড়ি! ব্যাঙ্গালোরে অটোর ভাইরাল ভিডিও দেখে মন্তব্য সোশ্যাল মিডিয়ায়

বর্তমান সময়ে বিভিন্ন ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। তারমধ্যে বিশেষ কিছু ভিডিও মানুষের মধ্যে বেশি জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু ব্যাঙ্গালোর থেকে যে ভিডিও সামনে এসেছে তা বেশ পছন্দ হয়ে ওঠেছে মানুষের। সেখানে অটোর এমন চেহারা দেওয়া হয়েছে যা বেশ অবাক করার মতো। চলুন তাহলে খুলেই বলি আপনাদের।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক অটো মালিক তার গাড়িটিকে একদম প্রাচীন ভিনটেজ গাড়ির রূপে রূপান্তরিত করেছেন। উজ্জ্বল নিয়ন আলোতে সাজিয়ে দিয়েছেন অটোটিকে। সেখানে যাত্রীদের জন্য রয়েছে বেশ স্টাইলের আসন। গাড়ির বাইরের দিক এলইডি লাইটের আলোকসজ্জায় সজ্জিত। সেই ভাইরাল ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন অজিথ সাহানি নামে একজন ব্যবহারকারী।

সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে ভিডিওটি আপলোড করার সময়, অজিথ একটি দারুণ মন্তব্যও যোগ করেছেন। সেখানে লেখা, “হ্যালো, বেঙ্গালুরু।” সাথে তিনি এও লিখেছেন যে, “কি সুন্দর এবং দুর্দান্ত বাহন!” কেউ কি ভ্রমণ করেছে এখানে?” ভিডিওটি ইন্টারনেটে আসার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। আর প্রচুর সংখ্যক মানুষের পছন্দও হয়েছে সেটি।

এই ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অসংখ্য মানুষ নানা করেছেন। অনেকে মন্তব্য করেছেন, ‘সুন্দর এবং খুব সুন্দর’, এছাড়া অনেকে ক্রিয়েটিভিটির বেশ তারিফ করেছেন। একজন লিখেছেন “এটি আশ্চর্যজনক”।

Back to top button