সম্প্রতি One Plus তাদের দুটি ফোন লঞ্চ করেছে। এর মধ্যে রয়েছে One Plus এর Nord সিরিজের ফোন Nord 3 এবং One Plus 11R। দুই ফোনের মধ্যে দামের সামান্য পার্থক্য রয়েছে বটে। যদিও One Plus এর ফোন দুটিই মিডরেঞ্জের। কিন্তু আপনার জন্য কোন ফোনটি ভালো হতে পারে সেই খবরই জানাতে চলেছি আমরা।
One plus এর Nord 3 তে রয়েছে MediaTek আর Dimensity 9000 প্রসেসর। ফোনটিতে সর্বোচ্চ 16GB RAM এবং 256 GB স্টোরেজ উপলব্ধ। অন্যদিকে OnePlus 11R ফোনে Snapdragon 8+Gen 1 প্রসেসর সহ 16 GB RAM এবং 256 জিবি স্টোরেজ রয়েছে। 40,000 টাকার বাজেটের মধ্যেই রয়েছে ফোনদুটি। যেখানে OnePlus 11R-এরবেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 39,999 টাকা, সেখানে OnePlus Nord 3 এর বেস ভেরিয়েন্টের দাম 33,999 টাকা।
কী কী পার্থক্য রয়েছে :
1) ডিসপ্লে: OnePlus 11R এ রয়েছে 6.74-ইঞ্চি লম্বা ফুল HD+ কার্ভড AMOLED ডিসপ্লে। যেখানে রয়েছে 120Hz এর রিফ্রেশ রেট। এবং 100% DCI P3 কালার গ্যামট। অন্যদিকে OnePlus Nord 3 তে 6.74 ইঞ্চির Full HD Amoled ডিসপ্লে রয়েছে। সেখানে HDR10+ এর কালার সাপোর্ট রয়েছে।
2) স্টোরেজ : OnePlus 11R এ সর্বোচ্চ 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং UFS 3.2 এর 256 GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। ফোনের সঙ্গে নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। One Plus Nord 3 তে LPDDR5X RAM এবং 256 GB UFS3.1 স্টোরেজ পাওয়া যায়। উল্লেখ্য ফোন দুটিই Android 13 এর ওপর OxygenOS 13.1 এ চলে।
3) ক্যামেরা : OnePlus Nord 3 তে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যায়। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স (Sony IMX890 / OIS)। এছাড়া 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 MP ম্যাক্রো লেন্স রয়েছে সেখানে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে রয়েছে 16-MP এর একটি ক্যামেরা।
অন্যদিকে OnePlus 11R-এও ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। Nord 3 এবং 11R এর ক্যামেরা সেটাপ পুরো একই।