TRENDS
Advertisement

Yami Gautam-র কাছে আছে এই বিশেষ গাড়ি, যা দুর্ঘটনা ঘটার আগেই সতর্ক করে দেয়! দাম কত?

নায়িকা ইয়ামি গৌতমের এই গাড়িটি চোখ ধাঁধিয়ে দেবে আপনার

Published By: Ritwik | Published On:

Yami Gautam Car Collection: আগামীকালই পর্দায় আসছে অক্ষয় কুমার এবং পঙ্কজ ত্রিপাঠীর ছবি ‘ওএমজি 2’। ছবির অভিনেত্রী ইয়ামি গৌতম(Yami Gautam) সেই কারণে শিরোনামে রয়েছেন। এমনিতেও ফ্যাশন সেন্সের কারণে গৌতমকে নিতে কম আলোচনা হয়না, কিন্তু আজকাল গাড়ির কালেকশনের জন্যও বেশ ভাইরাল তিনি। অডি A4 সেডান এবং Q7 SUV-এর মতো গাড়ি তার কাছে আগে থেকেই রয়েছে, সদ্যই তিনি আবার BMW এর X7 গাড়িটিও কিনেছেন। Yami Gautam-র কাছে আছে এই বিশেষ গাড়ি, যা দুর্ঘটনা ঘটার আগেই সতর্ক করে দেয়! দাম কত?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ইয়ামি গৌতম আলোচনায় রয়েছেন। সিনেমা তো বটেই, একইসাথে BMW X7 গাড়িটি কিনে তার গ্যারেজের বিষয়ে জনতাকে উৎসুক করে তুলেছেন। নতুন এই ড্যাশিং গাড়িতে অ্যাডভান্স ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (ADAS) সহ নানান উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে সেখানে। X7 গাড়িতে থাকা লেটেস্ট টেকনোলজির রাডার, সেন্সর এবং ক্যামেরাগুলির কারণে গাড়িটিও বেশ সুরক্ষিত থাকে।

BMW X7 গাড়িতে ADAS এর সম্পূর্ন ভার্সন রয়েছে যা রাস্তায় গাড়ি চালককে সতর্ক করে। আশেপাশে বিপদ ঘটার সম্ভবনা থাকলেও নোটিফিকেশন চলে আসে স্ক্রিনে। সমস্ত ফিচারস সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সহায়তা করে গাড়িটিকে। বাজারে 1.22 কোটি টাকা থেকে 1.25 কোটি টাকার এক্স-শোরুম দামে পাওয়া যাচ্ছে বাজারে। বর্তমানে X7 এর দুটি ভ্যারিয়েন্ট রয়েছে দেশের বাজারে, এগুলো হলো xDrive40i M Sport এবং xDrive40d M Sport।Yami Gautam-র কাছে আছে এই বিশেষ গাড়ি, যা দুর্ঘটনা ঘটার আগেই সতর্ক করে দেয়! দাম কত?

BMW X7 একটি 7 সিটার গাড়ি। সেখানে তিন লিটারের টার্বো ইঞ্জিন রয়েছে। এটি পেট্রোল এবং ডিজেল উভয় ভেরিয়েন্টে কিনতে পারেন। গাড়িটির সর্বোচ্চ ক্ষমতা 381Ps এবং সেটি মোট 520Nm টর্ক তৈরী করতে সক্ষম। এছাড়া গাড়িটিতে 48V এর হালকা-হাইব্রিড মোটরও রয়েছে সেখানে। 8-স্পিড ট্রান্সমিশনের সাথে আসে X7। মাত্র 5.9 সেকেন্ডেই 100 কিমি গতিবেগে ছুটতে পারে গাড়িটি।

Yami Gautam-র কাছে আছে এই বিশেষ গাড়ি, যা দুর্ঘটনা ঘটার আগেই সতর্ক করে দেয়! দাম কত?BMW X7 এ চারটি ড্রাইভিং মোড রয়েছে, আর এগুলো হলো কমফোর্ট, এফিশিয়েন্ট, স্পোর্ট এবং স্পোর্ট প্লাস। 12.3-ইঞ্চির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এবং মার্ক OS8 এর ডিজিটাল কী সমেত 14টি রঙের সাথে বাজারে আসে। বিনোদনের জন্য সেখানে 16-স্পীকার হারমান কার্ডন মিউজিক সিস্টেম রয়েছে। এছাড়া ক্রুজ কন্ট্রোল, এয়ারব্যাগ এবং সুরক্ষারও একগুচ্ছ বৈশিষ্ট্য দেখা যায় গাড়িটিতে।

About Author