TRENDS
Advertisement

শচীন টেন্ডুলকার থেকে শাহরুখ খান, এই ৫ তারকার প্রথম গাড়ি কি ছিল? রইলো ডিটেলস

গাড়ি, অর্থাৎ চারচাকার কদর মধ্যবিত্তের কাছে অনেকটাই বেশি। জীবনের প্রথম গাড়ির স্মৃতি অনেকেই ভুলতে পারেননা। অনেক কষ্টের টাকায় কেনা সেই প্রথম গাড়ি জীবনের প্রথম সাফল্যের স্মৃতি বিজড়িত হয়ে থাকে। তারকারাও…

Published By: Ritwik | Published On:

গাড়ি, অর্থাৎ চারচাকার কদর মধ্যবিত্তের কাছে অনেকটাই বেশি। জীবনের প্রথম গাড়ির স্মৃতি অনেকেই ভুলতে পারেননা। অনেক কষ্টের টাকায় কেনা সেই প্রথম গাড়ি জীবনের প্রথম সাফল্যের স্মৃতি বিজড়িত হয়ে থাকে। তারকারাও এক্ষেত্রে ব্যতিক্রমী নন। অনেকে আজ বিলাসবহুল গাড়ি চালালেও নিজের প্রথম গাড়ির স্মৃতি ভুলতে পারেননি। কিন্তু জানেন কী দেশের বিখ্যাত কিছু তারকার প্রথম গাড়ি কেমন ছিল?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Sachin Tendulkar and His Maruti 800 : ভারতীয় ক্রিকেট কিংবদন্তির আজকের গ্যারেজের সাথে অবশ্য সেদিনের কোনো সম্পর্ক নেই। কিন্তু জীবনের শুরুর দিকে 1989 সালে একটি Maruti 800 কিনেছিলেন তিনি।

John Abraham and his Tata Sierra: বলিউড অভিনেতা জন আব্রাহাম শুধু যে অভিনয় শৈলীর জন্য বিখ্যাত তা নয়, তার গ্যারেজের দিকে তাকালেও সম্ভ্রম আসে তার প্রতি। জনের গ্যারেজে বর্তমানে রয়েছে ল্যাম্বরগিনি, অডি র মতো বেশ কয়েকটি সুপারকার। কিন্তু John Abraham তার জীবন শুরু করেছিলেন Tata Sierra দিয়ে। 1991 সালে গাড়িটি কিনেছিলেন তিনি।

Shahrukh Khan and his Maruti Suzuki Omni : বলিউড বাদশাহ কিং খান তার মায়ের থেকে উপহার হিসেবে পেয়েছিলেন এই মারুতি সুজুকি ওমনি ভ্যান।

Amitabh Bachchan and His Fiat 1100 : অমিতাভ বচ্চনের প্রথম গাড়ি ছিল ফিয়াট 1100। যদিও কখন কিনেছিলেন অথবা কেমন দেখতে তার গাড়ি সেই নিয়ে কোনো তথ্য নেই।

Akshay Kumar and his Fiat Lotus : বিগ বি ছাড়া অক্ষয় কুমারের প্রথম গাড়িও ছিল ফিয়াট। সিনেমা জগতে আসার পরই তিনি কিনেছিলেন গাড়িটি। অক্ষয় কুমারের প্রথম গাড়িও ছিল ওই একই ফিয়াট 1100।

About Author