বলিসুন্দরী সানি লিওনির (Sunny Leone) গাড়ির শখের কথা অনেকেরই অজানা। কিন্তু তিনিও গাড়ির কালেকশনে কারোর চেয়ে কম জাননা। বিশেষ করে তার গ্যারেজের দিকে তাকালে চক্ষু ছানাবড়া হতে বাধ্য। সানির গ্যারেজে রয়েছে Maserati থেকে Porsche এর speedster convertible গাড়ি! চলুন ঘুরে আসা যাক সানির গ্যারেজ থেকে।
১) BMW 7 Series : এটি একটি বিলাসবহুল গাড়ি। শহরের মধ্যেই কোথাও যাওযার প্রয়োজন পড়লে সানি এটি ব্যবহার করেন। বাজারে গাড়িটির দাম রয়েছে ১.৯৩ কোটি টাকা।
২) Audi A5 : সস্তায় বিলাসবহুল গাড়ি অফার করে Audi। তাদের A5 মডেলটি ভারতের বাজারে বেশ বিখ্যাত। গাড়িটির দাম রয়েছে ৬০ লক্ষ টাকা থেকে ৭২ লক্ষ টাকার মধ্যে।
৩) Maserati Ghibli : এই বিখ্যাত Maserati গাড়িটিও রয়েছে সানির গ্যারেজে। বাজারে এটি ১.১৫ কোটি মূল্যে উপলব্ধ। প্রতি ঘণ্টাতে ২৬৭ কিমি যেতে পারে গাড়িটি।
৪) Maserati Quattroporte : ড্যাশিং লুকের গাড়িটি সানির গ্যারেজের শোভাবর্ধন করছে। বিলাসবহুল এবং পারফর্ম্যান্সের যোগ্য মিলন এই গাড়ি। বাজারে সেটির দাম রয়েছে ২.১১ কোটি টাকা!
৫) Marcedes GL350D : মার্সিডিজ বেঞ্জের এই SUV টিও সানি নিজের কাছে রেখেছেন। গাড়িটির বর্তমান দাম ৭০ লক্ষ টাকা।