TRENDS
Advertisement

ধোনি থেকে আম্বানি কার কালেকশনে রয়েছে কোন EV ? রইল দাম, ফিচার্স সহ বিস্তারিত

ইলেক্ট্রিক গাড়ির যুগে সাধারণ মানুষের মতো সেলিব্রিটিরাও সেই ট্রেন্ডে পা দিয়েছেন। আমজনতার মতো EV বিক্রি হচ্ছে লাক্সারি গাড়ির সেগমেন্টেও। Tesla এখনো ভারতে পা দেয়নি বটে, কিন্তু তার আগে গত 2022…

Published By: Writer Desk | Published On:

ইলেক্ট্রিক গাড়ির যুগে সাধারণ মানুষের মতো সেলিব্রিটিরাও সেই ট্রেন্ডে পা দিয়েছেন। আমজনতার মতো EV বিক্রি হচ্ছে লাক্সারি গাড়ির সেগমেন্টেও। Tesla এখনো ভারতে পা দেয়নি বটে, কিন্তু তার আগে গত 2022 সালে কোরিয়ান গাড়ি নির্মাতা সংস্থা এমন এক প্রিমিয়াম গাড়ি নিয়ে আসে যা তারকাদের পছন্দের তালিকায় চলে আসে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

KIA EV6 নামের SUV আজ তারকাদের ব্যপক পছন্দের। 708 কিমি রেঞ্জ রয়েছে গাড়িটির। এই গাড়ির খরিদ্দারের তালিকায় রয়েছেন ফিল্মস্টার থেকে স্পোর্টসম্যান সবাই। অবশ্য শুধু KIA নয়, সেইসাথে Audi, BMW এমনকি টেসলারও বেশ কিছু ইলেকট্রিক গাড়ি রয়েছে তারকাদের। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

ধোনি থেকে আম্বানি কার কালেকশনে রয়েছে কোন EV ? রইল দাম, ফিচার্স সহ বিস্তারিত

1) মহেন্দ্র সিং ধোনি: ভারতীয় দলের ক্যাপ্টেন কুলের যে গাড়ি এবং বাইকের শখ রয়েছে একথা তো সকলেরই জানা। ধোনি গত বছরই কেনেন Kia EV6। গাড়িটির দাম শুরু হয় 60.95 লাখ থেকে 65 লাখ পর্যন্ত।

ধোনি থেকে আম্বানি কার কালেকশনে রয়েছে কোন EV ? রইল দাম, ফিচার্স সহ বিস্তারিত

2) মুকেশ আম্বানি : ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ভাঁড়ারে যে পরিমাণ বিলাসবহুল গাড়ি রয়েছে তা বোধ হয় আর কারো নেই। তিনি দেশের প্রথম কয়েকজনের মধ্যে পড়েন যার কাছে Tesla রয়েছে। কয়েক কোটি টাকা দিয়ে দুই খানা গাড়ি কেনেন তিনি।

ধোনি থেকে আম্বানি কার কালেকশনে রয়েছে কোন EV ? রইল দাম, ফিচার্স সহ বিস্তারিত

3) মহেশ বাবু : দক্ষিণের সুপারস্টার কিনেছেন জার্মান বহুজাতিক Audi এর Audi E-Tron। 1.26 কোটি টাকা মূল্যের এই গাড়ি একবার চার্জে 379 কিমি অবধি যেতে পারে।

ধোনি থেকে আম্বানি কার কালেকশনে রয়েছে কোন EV ? রইল দাম, ফিচার্স সহ বিস্তারিত

4) অজয় দেবগন : গাড়ির শৌখিন অজয় দেবগনের পছন্দ আরেক জার্মান গাড়ি নির্মাতা সংস্থা BMW। BMW এর 1.95 কোটি টাকা মূল্যের i7 কিনেছেন তিনি। গাড়িটি একবার চার্জ দিলে 550 কিমি ছুটতে পারে।

ধোনি থেকে আম্বানি কার কালেকশনে রয়েছে কোন EV ? রইল দাম, ফিচার্স সহ বিস্তারিত

5) রিতেশ দেশমুখ : রিতেশ আবার একখানা নয়, দু দুখানা গাড়ি যোগ করেছেন নিজের গ্যারেজে। তার কালেকশনে রয়েছে BMW iX SUV। গাড়িটির দাম 1.16 কোটি টাকা। সাথে তিনি আবার 2 কোটি টাকা মূল্যের টেসলার মডেল X কিনেছেন।

About Author