বলিউডের অন্যতম কৃতি অভিনেতা শাহরুখ খান। তিনি বহু হিট সিনেমা দিয়েছেন। কিন্তু তার গাড়ির শখও কম নয়! একগুচ্ছ দামী গাড়ির মালিক তিনি। বহু দামী গাড়ির কালেকশন রয়েছে কিং খানের। তবে সবচেয়ে দামী যে গাড়িটি তার কাছে আছে তা হলো Bugatti Veyron। 12 কোটি টাকা দাম সেই গাড়ির!
বর্তমানে অবশ্য আর Bugatti Veyron গাড়িটি তৈরি হয়না। সেটির প্রোডাকশন বন্ধ করা দিয়েছে নির্মাতা Volkswagen গ্রুপ। কিন্তু ইতিহাসের পাতায় নজর দিলেই দেখা যাবে গাড়ির ইতিহাসে অন্যতম অন্যতম শক্তিশালী গাড়ি এই Bugatti Veyron। সেখানে 7993 cc এর শক্তিশালী ইঞ্জিন রয়েছে। যা মোট শক্তি 1001 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। সাথে আবার 6.8কিমির মাইলজেও রয়েছে সেখানে।
খুব স্টাইলিশ 2 সিটার গাড়িতে 16 সিলিন্ডারের ইঞ্জিন রয়েছে। 37 লিটারের ফুয়েল ট্যাঙ্ক সমেত একবার ফুল ট্যাংকিতে গাড়িটি মোট 250 কিমির মাইলেজ দেয়। শক্তিশালী ইঞ্জিন মাত্র 2 সেকেন্ডেই 100 কিমি+ গতিতে পৌঁছে দেয়। ফলে এই গাড়ির শক্তি নিয়ে সন্দেহের বিন্দুমাত্র অবকাশই নেই।
এছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য আরেকটি গাড়ি হলো রোলস রয়েস কুলিনান। 6750 সিসির এই গাড়িটিতে 5 জন বসতে পারেন। 563 Bhp এর উচ্চ শক্তি উৎপাদনে সক্ষম কুলিনান। 560 লিটারের বুট স্পেস সহ গাড়িটির মাইলেজ রয়েছে 9.5 kmpl।
শাহরুখ খানের কাছে রোলস রয়েস কুলিনান ব্ল্যাক ব্যাজ, Bugatti Veyron ছাড়াও রয়েছে BMW i8, কাস্টমাইজড ভ্যানিটি ভ্যান- Volvo BR9, Bentley Continental GT এবং Toyota Land Cruiser-এর মতো দুর্দান্ত গাড়ি।