বলিপাড়ায় যে কয়জন অভিনেতা বহুল বিখ্যাত তাদের মধ্যে একজন রণবীর সিং। বলিউডে তিনি র্যাম্বো নামে পরিচিত। অভিনয় ছাড়াও তিনি লাইম লাইটে আসেন আর তা শুধুমাত্র পোশাকের জন্য। হঠাৎই নানান ধরণের হতভম্ব পোশাকে দেখা যায় অভিনেতাকে। আজ আমরা তার গাড়ির কালেকশন সম্পর্কে জানাবো। চলুন দেখে নেওয়া যাক।
সম্প্রতি রণবীরকে টয়োটা ফরচুনার লিজেন্ডারে দেখা গিয়েছে। বাজারে এই গাড়িটির দাম শুরু হচ্ছে 43.22 লক্ষ টাকা থেকে। টপ ভেরিয়েন্টের দাম 46.94 লক্ষ টাকা। 7 আসনের গাড়িটিতে একটি 2.8-লিটার ডিজেল ইঞ্জিন গাড়িতে রয়েছে। উল্লেখ্য যে, ইঞ্জিনটি মোট 204 PS শক্তি এবং 500 Nm পিক টর্ক জেনারেট করে। 6 গতির স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সাথে 4-হুইল ড্রাইভ পাওয়া যায়।
Fortuner Legender গাড়িতে 8 ইঞ্চির বড়সড় আকারের ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে উভয়ই উপলব্ধ এখানে। সাতটি এয়ারব্যাগ এবং হিল অ্যাসিস্ট সিস্টেম সহ ভেহিকেল স্ট্যাবিলিটি কন্ট্রোল (VSC), ট্র্যাকশন কন্ট্রোল, EBD সহ ABS এর মতো নিরাপত্তা বৈশিষ্ট্য পাওয়া যায়। এছাড়া অত্যাধুনিক ফিচারসও রয়েছে এখানে।
6-স্পীকার সাউন্ড সিস্টেম এবং ওয়্যারলেস চার্জার সহ টয়োটা ফরচুনার লিজেন্ডারে 6-স্পীকার সাউন্ড সিস্টেম এবং একটি ওয়্যারলেস চার্জার। অ্যাম্বিয়েন্ট লাইটিং, কিক-টু-ওপেন চালিত টেলগেট, ডুয়াল-জোন এসি এবং ক্রুজ কন্ট্রোলের মতো উন্নত বৈশিষ্ট্যগুলি পায়। ভারতের বাজারে ফরচুনার লিজেন্ডার গাড়িটি প্রতিযোগিতায় নামে MG Gloster, Jeep Meridian এবং Skoda Kodiaq-এর সাথে।
উল্লেখ্য, লেজেন্ডার ছাড়াও রণবীরের গ্যারেজে রয়েছে Lamborghini Urus, Range Rover Vogue এবং Merced Maybach GLS 600 4 Matic ইত্যাদি। এছাড়া রণবীর সিংয়ের কাছে জাগুয়ার এক্সজে এবং অ্যাস্টন মার্টিন রেপিডের মতো স্টাইলিশ গাড়িও দেখতে পাবেন।