Read In
Whatsapp
Celeb's Collection

‘মির্জাপুর’ খ্যাত পঙ্কজ ত্রিপাঠীর রয়েছে এই বিশেষ গাড়ি, দাম দেখলে চোখ কপালে ওঠবে আপনার!

বলিপাড়ার বিখ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তিনি তার সরল এবং সাধাসিধা জীবনের জন্য বিখ্যাত। মধ্যবিত্ত পরিবার থেকে ধীরে ধীরে আজ এইস্থানে উঠে এসেছেন তিনি। কিন্তু অনেকেই জানেন না যে, গাড়ির প্রতি বিশেষ ভালোবাসা রাখেন পঙ্কজ ত্রিপাঠী। তার গ্যারেজে একগুচ্ছ বিলাসবহুল গাড়ি রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কী কী গাড়ি রয়েছে অভিনেতার গ্যারেজে।

জানা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠীর গ্যারেজে Toyota Fortuner, Mercedes ML 500 এবং Mercedes এর E-Class এর মতো বিলাসবহুল দামী গাড়ি রয়েছে। এর মধ্যে সবথেকে দামী গাড়ি রয়েছে মার্সিডিজ-বেঞ্জের E-Class। এই গাড়িতে 1991 সিসির শক্তিশালী ইঞ্জিন পাওয়া যায়। 194.44 bhp শক্তি সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সাথে মার্সিডিজের এই বিলাসবহুল গাড়িটির মাইলেজ 15 kmpl।

540 লিটারের বড় বুট স্পেস রয়েছে Mercedes-Benz E-Class গাড়িতে। বিলাসবহুল এই গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 75 লক্ষ টাকা। অব্সিডিয়ান ব্ল্যাক, পোলার হোয়াইট, হাই টেক সিলভার এবং সেলেনাইট গ্রে এই চারটি রঙের সাথে। উপলব্ধ E-Class। 6100 rpm সহ 320 Nm পিক টর্ক শক্তি উৎপন্ন করতে সক্ষম। মাত্র 7 সেকেন্ডে 0 থেকে 100 কিমি প্রতি ঘণ্টা বেগে পৌঁছতে সক্ষম E-Class ইঞ্জিনটি। উল্লেখ্য যে, গাড়িটি সর্বোচ্চ 233 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে সক্ষম।

Mercedes E-Class ভারতের বাজারে প্রতিযোগিতা চালায় BMW এর 5 Series 520d M Sport-এর সাথে। 5 আসনের গাড়িটিতে নানান বিশেষ ফিচারস যেমন মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল, মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল, পাওয়ার অ্যাডজাস্টেবল এক্সটেরিয়র রিয়ার ভিউ মিরর পাওয়া যায়।

Back to top button