TRENDS
Advertisement

মার্সিডিজের বিখ্যাত এই বুলেটপ্রুফ গাড়িই ভরসা আম্বানির, গুলি তো দূর বোমা ফাটলেও গায়ে একটিও আঁচড় আসবেনা!

Mercedes Benz S-680 Guard মুকেশ আম্বানির নম্বর ওয়ান চয়েস, বড় বোমা ফাটলেও হবেনা কিচ্ছু! দাম দেখলে চমকে উঠবেন আপনি

Published By: Ritwik | Published On:

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির এবং আম্বানি পরিবারের বড় বড় শখের কথা কে না জানে। স্বাভাবিক ভাবেই তার গাড়ির শখও বেশ বড়। একইসাথে ভারতের তথা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিত্বদের একজন মুকেশ আম্বানি থাকেনও বেশ কড়া নিরাপত্তায়। গাড়ির শখ এবং নিরাপত্তা, এই দুই লক্ষ্যকে এক ঢিলে মেরেছেন Mercedes Benz S680 Guard দিয়ে। মার্সিডিজের বিখ্যাত এই বুলেটপ্রুফ গাড়িই ভরসা আম্বানির, গুলি তো দূর বোমা ফাটলেও গায়ে একটিও আঁচড় আসবেনা!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

অবশ্য এর আগেও Mercedes Benz S680 Guard এর আগেও কিনেছেন তিনি। এই নিয়ে এটি তার সপ্তম S680 Guard। ফ্ল্যাগশিপ এই সেডানটি যেমন বিলাসবহুল তেমনই সুরক্ষিত। বুলেট তো কোন ছার, বড় বোমা বিস্ফোরণেও কিছু হবেনা গাড়িটির। চলুন এই বিষয়ে আরো কী কী জানা যাচ্ছে দেখে নেওয়া যাক।

কার ক্রেজি ইন্ডিয়া নামক একটি পেজ তাদের ইনস্টাগ্রামে এই ছবিগুলি শেয়ার করেছে। ক্যাপশনে লেখা হয়েছে, রোলিং ইন স্টাইল। রোলিং উইথ ফুল প্রোটেকশন।’ জানিয়ে রাখি, S680 দেখতে অন্য যেকোন মার্সিডিজ-বেঞ্জ লাক্সারি সেডানের মতোই, তবে নিরাপত্তার দিক থেকে এটি অনেকটাই উন্নত। এটি রেগুলার সেডানের চেয়ে প্রায় 2 টন ভারী।মার্সিডিজের বিখ্যাত এই বুলেটপ্রুফ গাড়িই ভরসা আম্বানির, গুলি তো দূর বোমা ফাটলেও গায়ে একটিও আঁচড় আসবেনা!

গাড়িতে আপনি 999 লাইসেন্স নম্বর প্লেট দেখতে পাবেন। মুকেশ আম্বানির দুটি পছন্দের নম্বরের একটি। আগের কালোটিতে ছিল 333 নম্বর প্লেট। মজার বিষয় হল, মুকেশ আম্বানি এর আগেও দুটি W222 মার্সিডিজ-বেঞ্জ S600 গার্ড কিনেছিলেন। তাদের একটিতে 333 এবং অপরটিতে 999 নম্বর প্লেট ছিল। নিরাপত্তার নিরিখে এই গাড়িটিও সেরার সেরা। আর তাই গাড়িটির পিছনে প্রায় 10 কোটি টাকা খরচ করেন ভারতীয় ধনকুবের।

S600 গার্ডটি একটি টুইন-টার্বোচার্জড 6.0-লিটার V12 ইঞ্জিন দ্বারা চালিত ছিল যা 523 bhp শক্তি এবং 850 Nm এর পিক টর্ক তৈরি করতে সক্ষম। এটি একটি 7-স্পীড গিয়ারবক্সের সাথে যুক্ত। এখন এই পুরোনো মডেলের জায়গায় এসেছে নতুন W223 মার্সিডিজ-বেঞ্জ S680 গার্ড। এই নতুন সুপার-সিকিউর ফ্ল্যাগশিপ সেডানটি বর্তমানে সবচেয়ে ব্যয়বহুল এবং সুরক্ষিত এস-ক্লাস মডেল।

মার্সিডিজের বিখ্যাত এই বুলেটপ্রুফ গাড়িই ভরসা আম্বানির, গুলি তো দূর বোমা ফাটলেও গায়ে একটিও আঁচড় আসবেনা!
source : netcarshow

VPAM VR 10 সার্টিফিকেশন প্রাপ্ত। এই শংসাপত্রটি নিশ্চিত করে যে গাড়িটি কেবল বুলেটপ্রুফ নয়, বিস্ফোরক চার্জের বিরুদ্ধেও প্রতিরোধী। গাড়িটিতে রয়েছে একটি 6.0-লিটার V12 ইঞ্জিন, যা 612 Ps এবং 830 Nm পিক টর্ক জেনারেট করে৷ দামের কথা বললে প্রায় 10 কোটিরও বেশি খরচ হয়েছে এতে।

About Author