![](https://autoscoop.in/wp-content/uploads/2023/08/dhoni-apache.jpg)
বাইশ গজে তার বীরত্বের কথা তো সকলেই জানে। ক্রিকেট দুনিয়ার সেরা ক্যাপ্টেন তথা ক্রিকেটারদের মধ্যে একজন হলেন মহেন্দ্র সিং ধোনি। পাশাপাশি তার মোটরসাইকেলের প্রতি ভালোবাসার কথাও মানুষের অজানা নয়। পুরানো ক্লাসিক থেকে আধুনিক পাওয়ার হাউস পর্যন্ত, ধোনির গ্যারেজে আকর্ষণীয় সংগ্রহ রয়েছে। সম্প্রতি, প্রাক্তন ক্রিকেটারকে তার রাঁচি ম্যানশনে একটি TVS Apache 310 RR স্পোর্টস বাইক চালাতে দেখা গেছে।
এইদিন ইন্সটাগ্রামে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, খেলাধূলার পোশাক পরে রয়েছেন তিনি। খুব সম্ভবত কোনও ট্রেনিং সেন্টার থেকে ফিরছেন তিনি। ফিরতি পথে TVS Apache 310 RR চালিয়ে রাঁচিতে তার জমকালো বাসভবনে প্রবেশ করলেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই উন্মাদনা ছড়িয়েছে ভক্তদের মধ্যে। পাশাপাশি এই মোটরবাইকের বিশেষত্বও জানতে চাইছেন অনেকেই।
উল্লেখ্য, TVS Apache 310 RR হল একটি আকর্ষণীয় এবং ট্র্যাক-ফোকাসড মোটরসাইকেল। TVS এবং BMW এর যৌথ উদ্যোগের ফলাফল হল এই মোটরবাইক। বাইকটির ডিজাইন করা হয়েছে শার্ক তথা হাঙরের মুখের আদলে। এতে এক ইউনিক এবং স্পোর্টি লুক এসেছে। এতে রয়েছে, 313cc, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন।
View this post on Instagram
বাইকটির 6-স্পীড ট্রান্সমিশন দ্রুত গিয়ার শিফট করতে সক্ষম করে এবং বাইকটি মাত্র 7.17 সেকেন্ডে 0 থেকে 100 কিমি/ঘন্টা বেগ পেতে পারে। উল্লেখ্য, বাইক এবং গাড়ির প্রতি মহেন্দ্র সিং ধোনির আবেগের কথা সকলেরই জানা। সেই কোন শৈশবকাল থেকেই এক আলাদা টান তৈরি হয়েছিল বাইকের সাথে। আর তাই তো ধোনির গ্যারাজে একাধিক বাইকের সমাহার।
জানিয়ে রাখি, ধোনির গ্যারাজে রয়েছে আইকনিক Yamaha RD350, Ambassador 350। এছাড়াও ইয়ামাহা RX100 এবং সুজুকি শোগুনের মতো গাড়িও রয়েছে তার সংগ্রহে। ভিনটেজ ক্লাসিক ছাড়াও ধোনি আধুনিক এবং শক্তিশালী বাইকেরও বিশেষ শৌখিন। তার সংগ্রহে রয়েছে কাওয়াসাকি নিনজা এইচ২ এবং কাওয়াসাকি নিনজা জেডএক্স-১৪আর-এর মত গাড়ি।