মহেন্দ্র সিং ধোনি ওরফে ক্যাপ্টেন কুলের যে বাইকের প্রতি অগাধ ভালবাসা সে আর কারো অজানা নেই। বাইকের প্রতি ভালোবাসার শুরু Yamaha RX100 দিয়ে। যদিও সেটি ছিল সেকেন্ড হ্যান্ড বাইক, যা তিনি একটি ক্রিকেট ম্যাচ খেলে যা অর্থ উপার্জন করেন সেখান থেকে কেনেন। তবে আজ তার গ্যারেজে বাইকের সংখ্যা 100+, সাথে বহুমূল্য গাড়িও অনেক রয়েছে তার। আজ তাই আমরা জানাবো মহেন্দ্র সিং ধোনির গ্যারেজে কোন কোন বিশেষ বাইক ও গাড়ি রয়েছে।
1) Norton Jubilee 250 : ভিন্টেজ এই বাইক আজও তার গ্যারেজের শোভাবর্ধন করছে। 250 সিসির শক্তিশালি ইঞ্জিন রয়েছে এই বাইকে।
2) Kawasaki Ninja H2 : গত 2017 সালে এই বাইকটি কেনেন মহেন্দ্র সিং ধোনি। 33.30 লাখ টাকা দাম এই বাইকের।
3) Jeep Grand Cherokee Trackhawk : আমেরিকান গাড়ি নির্মাতা সংস্থা জিপের এই ভার্সনটি ধোনির বড়ই প্রিয়। তাকে বহুবার এই গাড়িটি চালাতে দেখা গিয়েছে। জানিয়ে রাখি এই গাড়িটির বর্তমান দাম 92,000 ডলার!
4) Confederate X132 Hellcat : এই বাইকটি মহেন্দ্র সিং ধোনির বাইক কালেকশনের শোভা বাড়াচ্ছে। অনেকেই হয়তো জানেন না, কিন্তু Confederate X132 Hellcat মাত্র 150টিই এমন মডেল তৈরী করেছে। ধোনি ছাড়া এই বাইক রয়েছে ব্র্যাড পিট, টম ক্রুজ, ডেভিড বেকহ্যাম এবং রায়ান রেনল্ডস-এর মতো সেলিব্রিটিদের কাছে।
5) Rolls Royce Siver Wraith II : তারকাদের কাছে Rolls Royce এর গাড়ি থাকবে না তা হয় নাকি! ধোনি 1980 সালে নির্মিত নীল রঙের Rolls Royce Siver Wraith II রেখেছেন নিজের কালেকশনে।
6) Land Rover 3 station Wagon: ধোনি তার গ্যারেজে ভিনটেজ ল্যান্ড রোভার 3 স্টেশন ওয়াগনও রেখেছেন। 1971 সালে তৈরি এই গাড়ি নিলামে কিনে নেন ধোনি।
7) Nissan SUV Jonga : গাড়িটি ধোনির আইকনিক কালেকশনের মধ্যে পড়ে। ভারতীয় সেনাবাহিনী পণ্য পরিবহনের জন্য ব্যবহার করতো এই SUV টির। বহুবার তাকে এই গাড়ির সাথে দেখা গিয়েছে।
8) Mahindra Scorpio : এছাড়া তার কাছে একটি কাস্টম মেড Scorpio-ও রয়েছে কালেকশনে। বাজার চলতি Scorpio সিরিজের গাড়ির সাথে এর তেমন মিল পাওয়া যায়না।