বলিউডের উঠতির অভিনেতাদের মধ্যে আয়ুষ্মান খুরানা বেশ পরিচিত নাম। একাধিক ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে মানুষের বেশ পছন্দের তালিকায় চলে এসেছেন অভিনেতা। অবশ্য শুধু অভিনয়ই নয়, একইসাথে গানের জগতেও তিনি বিরাজমান। অভিনয়ের পাশাপাশি দারুণ সঙ্গীতজ্ঞও বটেন। অনেকেই হয়তো জানেন না, কিন্তু গাড়ির প্রতিও বেশ শৌখিন আয়ুষ্মান।
বলিউড তারকার গ্যারেজে একাধিক বিলাসবহুল গাড়ি দেখতে পাবেন। নিচে সেগুলোই তালিকা দেওয়া হলো
Mercedes Maybach GLS 600: 4.0L টুইন টার্বো V8 ইঞ্জিনের গাড়িটি যেমন শক্তিশালী তেমনই বিলাসবহুল। মোট 350hp শক্তি এবং 730Nm টর্ক উৎপন্ন করতে পারে এই গাড়ি।
Mercedes Benz S Class: আকর্ষণীয় ডিজাইনের এই গাড়িটিকে বিলাসবহূলতার প্রতীক বলা চলে। 250 কিমির টপ স্পিড সহ গাড়িটির দাম 1.38 কোটি টাকা।
BMW 3 Series: BMW এর 3 series এর গাড়িও রয়েছে তার কাছে। 2.0L টার্বো চার্জড 4 সিলিন্ডার ইঞ্জিন সহ 3 Series এর মোট ক্ষমতা 187hp এবং তার সাথে 350 Nm টর্ক উৎপন্ন করে গাড়িটি।
Audi A4: এই গাড়িটি বিলাসবহুল হলেও দামে কিছুটা সস্তা। কারণ Audi A4 এর পেট্রোল ইঞ্জিনের দাম 41.50 লক্ষ টাকা। আর ডিজেল ইঞ্জিন সহ দাম পড়বে 43.40 লক্ষ টাকা।
Nissan Datsun Go: না, বিলাসবহুল গাড়ি নয় Datsun Go এর বাজারমূল্য মাত্র 3.75 লক্ষ টাকা থেকে 6.51 লক্ষ টাকা। আসলে 2014 সালে Nissan এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকার সময় গাড়িটি পেয়েছিলেন অভিনেতা।