ভারতীয় দলের ক্যাপ্টেন কুলের যে বাইকের প্রত অগাধ ভালবাসা সে আর কারো অজানা নেই। বাইকের প্রতি ভালোবাসার শুরু Yamaha RX100 দিয়ে। যদিও সেটি ছিল সেকেন্ড হ্যান্ড বাইক, যা তিনি একটি ক্রিকেট ম্যাচ খেলে যা অর্থ উপার্জন করেন সেখান থেকে কেনেন। তবে আজ তার গ্যারেজে বাইকের সংখ্যা 100+, সাথে বহুমূল্য গাড়িও অনেক রয়েছে তার।
সম্প্রতি ভারতীয় দলের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ ও প্রাক্তন স্পিনার সুনীল যোশী ধোনির গ্যারেজ দেখতে যান। ভেঙ্কটেশ প্রসাদ সেই বিরাট কালেকশনের একটি ভিডিও করেন। আর সেই ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়াতে। মানুষ তার গাড়ির কালেকশন দেখে একদম অবাক।
ভিডিওর পোস্ট করে প্রসাদ লেখেন, ‘‘আমার দেখা অন্যতম গাড়ি পাগল মানুষ। কী অসাধারণ কালেকশন। আর ধোনি নিজেও দুর্দান্ত একজন মানুষ। প্রচুর কিছু অ্যাচিভ করেছে মাহি। মানুষ হিসেবেও দুর্দান্ত। রাঁচির বাড়িতে ওর গাড়ি আর বাইকের সংগ্রহ দেখলাম। ওর প্যাশন আছে।”
One of the craziest passion i have seen in a person. What a collection and what a man MSD is . A great achiever and a even more incredible person. This is a glimpse of his collection of bikes and cars in his Ranchi house.
Just blown away by the man and his passion @msdhoni pic.twitter.com/avtYwVNNOz— Venkatesh Prasad (@venkateshprasad) July 17, 2023
যদিও সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ভেঙ্কটেশ প্রসাদ পোস্ট করেছেন বটে, কিন্তু ভিডিও করেছেন সাক্ষী মালিক। সাথে সাক্ষী এও জিজ্ঞাসা করেন যে, ‘কেমন লাগছে প্রথমবার রাঁচিতে এসে?’ প্রসাদকে বলতে শোনা যায়, ‘রাঁচিতে আমার প্রথমবার আসা নয়। এই নিয়ে আমি চারবার এখানে এলাম। কিন্তু ধোনির বাইকের সংগ্রহ ও গ্যারাজ দেখে আমি অবাক। কারও প্যাশন, ভালবাসা এমন হতে পারে তা ভাবতে পারিনি।’
প্রসাদ সাথে আরও বলেন, “এটা তো পুরো বাইকের একটা শো-রুম হতে পারে।” ধোনির কালেকশনে রয়েছে হার্লে ডেভিডসন ফ্যাট বয়, কাওয়াসাকি নিঞ্জা, ডুকাটি, ইয়াহামা, সুজুকি হায়াবুসার মত বিখ্যাত কিছু বাইক। বাড়ির একতলায় দাঁড় করানো রয়েছে বেশ কিছু বাইক। তবে ভক্তদের প্রশ্ন কোন গাড়ির চাবি কোনটা কীভাবে মনে রাখেন ধোনি!