আলোচনায় রয়েছে G20। বর্তমানে তা অবশ্য G21 এ পরিণত হয়েছে African union যোগ দেওয়ার পর। সাড়ম্বরে বেশ বর্ণাঢ্য অনুষ্ঠানের সাথে চলছে বিশ্বব্যপী অধিনায়কদের বিরাট বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নয়াদিল্লিতে ভারত মন্ডপমে আয়োজিত হচ্ছে এই সভার। এবার বিভিন্ন দেশের প্রধানরা আসবেন আর সুরক্ষা থাকবেনা তা কি আর হতে পারে।
স্বাভাবিক ভাবেই নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে চারিদিক। তবে বিশ্বের নানান অধিনায়ক তাদের গাড়ি সাথে রাখেন আবার। নিজদের নিরাপত্তার স্বার্থে রাখতেই হয় তা। আর এক্ষেত্রে আমেরিকান প্রেসিডেন্টের গাড়িটি বিশেষ আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে। Cadillac One aka Beast গাড়িটি নিয়েই চলাফেরা করবেন মার্কিন অধিনায়ক। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর গাড়ির তুলনায় কেমন সেটি? চলুন দেখে নেওয়া যাক।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির Cadillac One বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গাড়িগুলোর একটি। সেখানে নানান গোপন নিরাপত্তা ফিচারস রয়েছে যা জানাই যায়নি। তবে যা তথ্য বাইরে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে যে, গাড়িতে নিম্নে উল্লিখিত ফিচারস গুলি রয়েছে :
1) আক্রমণকারীদের উপর 120 ভোল্টের বৈদ্যুতিক শক দিতে সক্ষম গাড়িটি।
2) পাম্প অ্যাকশন শটগান
3) রকেট চালিত গ্রেনেড
4) নাইট ভিশন ইকুইপমেন্ট
5) টিয়ার গ্যাস গ্রেনেড
আর্মার প্লেট দিয়ে তৈরি গাড়ির ফ্লোর এবং পাঁচ ইঞ্চি পুরু উইন্ডো ‘.44’ ম্যাগনাম এর শক্তিশালী বুলেটকেও রুখে দিতে সক্ষম। এছাড়া মাত্র 15 সেকেন্ডেই 96 কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারে সেটি।
তবে এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই নরেন্দ্র মোদীর গাড়ি। তিনিও আধুনিক সুরক্ষা বলয়ে মোড়া আর্মার ভেহিকেলেই যাতায়াত করেন। তার ব্যবহারের মধ্যে থাকছে ল্যান্ড রোভার রেঞ্জ রোভার সেনিটেল SUV, মার্সিডিজ মেব্যাক 650 গার্ড, বিএমডাব্লিউ 760Li হাই-সিকিউরিটি ইত্যাদি।
আপনাদের জানিয়ে দিই যে, মার্সিডিজের গাড়িটিতে বিশ্বের সর্বোচ্চ VR10 লেভেল নিরাপত্তা পাওয়া যায়। সাথে সেটি বালিস্টিক এবং ব্লাস্টপ্রুফ।প্রধানমন্ত্রী মোদীর গাড়ির সুরক্ষার জন্য থাকা মার্সিডিজ মেব্যাক 650 গার্ডে নিম্নবর্তী ফিচারস গুলো রয়েছে:
1) AK47 রাইফেল থেকে ছোড়া গুলি রুখে দিতে সক্ষম এই গাড়ি।
2) পলিকার্বনেট উইন্ডো যা TNT বিস্ফোরণও থামিয়ে দেবে এটি।
3) 15 কেজি TNT দুই মিটার দূর থেকে যদি বিস্ফোরণ হয় তাহলেও গাড়িতে বসে থাকলে কিচ্ছুটি হবেনা।
4) এ ছাড়া মার্সিডিজ গাড়িটির চার চাকায় থাকছে বিশেষ সেল্ফ সিলিং ফুয়েল ট্যাংক। যা অন্দরে কোথাও আগুন লাগলেও তা নিভিয়ে দিতে সক্ষম।