Read In
Whatsapp
Car NewsNews

Mahindra Bolero: 10 লাখের বোলেরো ঘরে আনুন মাত্র 3 লাখে, সুযোগ মিস করবেন না

দেশের বেস্ট সেলিং গাড়ির তালিকায় শীর্ষে রয়েছে (৭ আসনের গাড়ির জন্য) মাহিন্দ্রা বোলেরো। দেশের বিভিন্ন প্রান্তে গাড়িটির আধিপত্য চোখে পড়ার মতো। সস্তায় বোলেরোর মতো ৭ আসনের গাড়ি বড় একটা দেখা যায়না। অন্যদিকে গাড়িটির বর্তমান দাম কিন্তু আগের থেকে বেশ কিছুটা বেড়েছে। মুদ্রাস্ফীতির কারণে সস্তা নেই আর Bolero। কিন্তু আজ আমরা জানাবো কীভাবে সস্তায় গাড়িটি কিনতে পারবেন আপনি।

Mahindra Bolero গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 9.53 লক্ষ টাকা থেকে। টপ ভেরিয়েন্টের জন্য দিতে হবে 10.48 লক্ষ টাকা। গাড়িটির নতুন ভার্সনের দাম বেশি থাকলেও সেকেন্ড হ্যান্ড বাজারে বেশ সস্তায় পাওয়া যাচ্ছে। চলুন আপনাদের সেকেন্ড হ্যান্ড মার্কেটের অফার সম্পর্কে জানাই।

এখানে তিনটি এরকম অফার রয়েছে। নিম্নে সেগুলো বলা হলো

1) প্রথমে আসি OLX এর বিষয়ে। Bolero গাড়িটির 2014 মডেলটি কিনতে আপনাকে মাত্র 3 লক্ষ টাকা খরচ করতে হবে। এই bolero গাড়িটি হরিয়ানাতে রেজিস্টার্ড রয়েছে।

2) দ্বিতীয় সস্তার গাড়িটি রয়েছে QUIKR ওয়েবসাইটে। সেখানে দিল্লি নম্বর প্লেট সহ 2014 সালের মডেল তালিকাভুক্ত রয়েছে। গাড়িটি কেনার জন্য আপনাকে 3.5 লক্ষ টাকা খরচ করতে হবে।

3) CARTRADE নামক আরেকটি সাইটে Mahindra Bolero-এর তৃতীয় অফারটি রয়েছে। সেখানে 2015 সালের উত্তরপ্রদেশের নাম্বার প্লেট সহ 4.10 লক্ষ টাকায় একটি গাড়ি তালিকাভুক্ত রয়েছে।

Back to top button