SUV বাজার ধীরে ধীরে আরো শক্তিশালী হচ্ছে। বিভিন্ন। কোম্পানির অবদান রয়েছে এই বাজারকে শক্তিশালী করে তুলতে। দেশী-বিদেশী সমস্ত কোম্পানি মিলে সমৃদ্ধ করেছে ভারতের SUV বাজার। সেডানের পরিবর্তে মানুষের আজকাল Comfy কিন্তু শক্তিশালী SUV গাড়িই বেশী পছন্দের। এই সেগমেন্টে Toyota ভারতে তো বটেই, সারাবিশ্বেই বেশ বড় কোম্পানি। আর তারা শীঘ্রই তাদের নতুন শক্তিশালী SUV লঞ্চ করতে পারে বাজারে।
শক্তিশালী ইঞ্জিনের সাথে বাজারে আসবে Toyota Corolla। 7 আসনের এই বিলাসবহুল SUV টির বাজারে বড় প্রতিদ্বন্দ্বী মাহিন্দ্রার XUV 700। সেখানেও বিলাসবহুল চেহারার সাথে একাধিক অত্যাধুনিক পাওয়া যায়। দামও দুটি গাড়ির একইরকম হওয়ার কারণে লড়াই বেশ জমে উঠবে। নতুন টয়োটা Corolla গাড়িটি টুইন ইঞ্জিন প্রযুক্তির সাথে আসবে বাজারে।
টয়োটা করোলা ক্রস এসইউভিতে 2.0 লিটারের NA (Naturally Aspirated) পেট্রোল ইঞ্জিন রয়েছে। আর একইসাথে সেলফ চার্জিং প্রযুক্তির সাথে বৈদ্যূতিক ইঞ্জিনও থাকছে। ডুয়াল ইঞ্জিনের সাথে Toyota Corolla গাড়িটি সর্বোচ্চ 96.5bhp পাওয়ার উৎপন্ন করতে সক্ষম। যদিও অফিসিয়ালি এখনো কিছুই জানা যায়নি, গাড়িটি বাজারে আসার পর এবিষয়ে বিশদ তথ্য পাওয়া সম্ভব হবে।
টয়োটা করোলা ক্রস SUV গাড়িটির ইন্টেরিয়র ডিজাইন এবং ফিচারসেও পরিবর্তন আসছে। এই গাড়ির আসনগুলোকে ভাঁজ করে পিছনের দিকে রাখতে পারবেন আপনি। ইলেক্ট্রিক টেলগেট সহ আকর্ষণীয় ডিজাইন আপনাকে মুগ্ধ করবে। আরামদায়ক ইন্টেরিয়র এবং শক্তিশালী এক্সটেরিয়র ডিজাইনের সাথে Toyota Corolla গাড়িটির দাম শুরু হচ্ছে 14 লক্ষ টাকা(এক্স শোরুম) থেকে। এই দামের সাথে গাড়িটি বাজারে বেশ বড় প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাবে।