TRENDS
Advertisement

Electric Bike: প্রতি মাসে মাত্র 172 টাকা, বাইক চলবে সারামাস!

নতুন বাইক কেনার শখ অনেকের রয়েছে। কিন্তু সেই বাইকের খরচ গুণতে গিয়ে খুশির হাওয়া কোথায় যেন মিলিয়ে যায়। তবে চিন্তা নেই বাজারে চলে এসেছে ইলেক্ট্রিক বাইক। এতদিন শুধু ই-স্কুটারের রমরমা…

Published By: Ritwik | Published On:

নতুন বাইক কেনার শখ অনেকের রয়েছে। কিন্তু সেই বাইকের খরচ গুণতে গিয়ে খুশির হাওয়া কোথায় যেন মিলিয়ে যায়। তবে চিন্তা নেই বাজারে চলে এসেছে ইলেক্ট্রিক বাইক। এতদিন শুধু ই-স্কুটারের রমরমা বাড়লেও ধীরে ধীরে বাজারে ই-বাইকের সংখ্যা বাড়ছে। স্কুটারের থেকে মজবুত হওয়ার পাশাপাশি আকর্ষণীয় ডিজাইনের ই-বাইক বেশ জনপ্রিয় হয়ে ওঠছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ধীরে ধীরে বাজারে জনপ্রিয় হয়ে ওঠছে ই-বাইক। কিন্তু কোন কোম্পানির নিলে বেশি সুবিধা হয় আপনার? সেই খবর নিয়েই হাজির হয়েছি আমরা। সম্প্রতি Cyborg Armour নামের একটি ই-বাইক লঞ্চ হয়েছে। যা সারাবিশ্বেই বেশ নাম কুরোছে। ক্রুজার ডিজাইনের ওপর তৈরি বাইকটি যেমন আকর্ষণীয় দেখতে তেমনই দুর্দান্ত ফিচার রয়েছে এখানে।

Cyborg Armour ইলেকট্রিক বাইকে রয়েছে ক্লাসিক মাসকুলার ডিজাইনের ফুয়েল ট্যাংক। রয়েছে LED হেডল্যাম্প, LED টেল লাইট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। দারুণ গ্রিপের জন্য রয়েছে 17 ইঞ্চির চওড়া টায়ার। এছাড়া থাকছে ব্লুটুথ কানেকটিভিটি, রিভার্স মোড, USB চার্জার সহ একাধিক সুবিধা।

যাত্রীদের সুবিধার জন্য গাড়িতে রয়েছে 3.24 kwh এর রিমুভেবেল ব্যাটারি প্যাক। নতুন এই ব্যাটারি প্যাক চার্জ হতে মোট 3 থেকে 4 ঘণ্টা সময় নেয়। একবার ফুল চার্জে 150 কিমি পর্যন্ত ছুটতে পারে বাইকটি। জানা যাচ্ছে যে, Cyborg Armour এর বাইকটি 3 বছর চালানোর জন্য খরচ হয় 6,220 টাকা।

আপনাদের স্বার্থে জানিয়ে রাখি যে, এই হিসেব কর হয়েছে প্রতি মাসে যদি কেও 1000 কিমি চালায় তাহলে 3 বছরে এই খরচ হবে। এই হিসেবে প্রতি মাসে আপনার খরচ হয় মাত্র 172 টাকা। সাশ্রয়ী মূল্যেই বাইকটি চালাতে পারবেন আপনি। বাজারে বাইকটির দাম শুরু হচ্ছে 1.85 লাখ টাকা থেকে।

About Author