Read In
Whatsapp
Bike NewsNews

দেশের টপ পারফর্মিং স্কুটার এবং বাইক এগুলোই, তালিকা দেখে নিন

দ্রুত বাড়ছে ইলেক্ট্রিক যানবাহনের চাহিদা। আর এই বিভাগে বৈদ্যুতিক স্কুটারের বাজার এগিয়ে চলেছে দ্রুত গতিতে। পিছিয়ে নেই বৈদ্যুতিক বাইকগুলোও। মার্কেটের বড় বড় কোম্পানির সাথে বাজার ধরতে লড়াইতে নেমেছে একগুচ্ছ স্টার্টআপ। কিন্তু বাজারে সেরা বৈদ্যুতিক স্কুটার এবং বাইক কোনগুলো জানতে চোখ রাখুন নীচের তালিকায়।

1) Ola S1 Pro
দাম : এক্স-শোরুম দাম ১,৩৯,৯৯৯ টাকা
ইলেক্ট্রিক স্কুটারের বাজারে সবেথেকে আগে এগিয়ে রয়েছে Ola। তাদের ফ্ল্যাগশিপ Ola S1 pro গাড়িটি বিক্রির নতুন রেকর্ড তৈরি করেছে। প্রায় ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে চলতে সক্ষম এই স্কুটারটি একবার সম্পূর্ন চার্জেই ১৭০ কিমির মাইলেজ দেয়!

2) Revolt RV 400
দাম : ১.৩ লাখ টাকার এক্স শোরুম প্রাইসে বিক্রি হচ্ছে বাইকটি। ইকো, নর্মাল এবং স্পোর্ট এই তিন মোডের সাথে বাইকটি বাজারে আসে। উল্লেখ্য Revolt RV 400 দেশের প্রথম AI Powered বাইক।

3) Ather 450X
দাম: এক্স-শোরুম দাম ১.৩৬ লক্ষ টাকা থেকে ১.৫৮ লক্ষ টাকা।
কিছুদিন আগেই এই পাওয়ার প্যাকড স্কুটারটি বাজারে অনে Ather Energy। Ather Energy এর তরফে স্কুটারেটির রেঞ্জ দাবী করা হয় ১৪৬ কিলোমিটার। তবে সার্টিফাইড রেঞ্জ থেকে বেশ অনেকটা আলাদা আসল রেঞ্জ। আপনি মোট ১০৫ কিমি সেটা পারেন একবার চার্জে। মোট ৪.৫ ঘণ্টা লাগে ফুল চার্জ হতে।

4) TVS iQube 
দাম: গাড়িটির অন-রোড প্রাইস রয়েছে ১.৪১ লক্ষ টাকা।
ইলেকট্রিক স্কুটারের বাজারে টিভিএস মোটরস-এর একমাত্র স্কুটার আইকিউব। একবার ফুল চার্জে মোট ১০০ কিমি যেতে পারে গাড়িটি। ৭৮ কিমি/ঘণ্টার সর্বোচ্চ গতি রয়েছে এই স্কুটারে।

5) Tork Kratos
দাম: এই বাইকটির দাম শুরু হচ্ছে ১.৬৭ লক্ষ টাকা।
১০০ কিমির টপ স্পিডের সাথে আসে Tork Kratos। রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স পাওয়া যায় বাইকটি থেকে। চোখের পলকেই Tork Kratos বাইকটি শুন্য থেকে 60kmph এর গতিবেগে পৌঁছাতে সক্ষম।

6) Bajaj Chetak
দাম: বর্তমান দাম রয়েছে ১.৩০ লক্ষ টাকা।
অতি জনপ্রিয় চেতক স্কুটারটিকেই নতুন রূপে বৈদ্যুতিক ভার্সনে লঞ্চ করে বাজাজ মোটরস। ১.৩০ লক্ষ টাকা দামের এই গাড়িটির সম্প্রতি দাম কমিয়েছে বাজাজ। মোট ২২,০০০ টাকা দাম কমেছে। উল্লেখ্য Chetak একবার ফুল চার্জে মোট ১০৮ কিমি। ছুটতে সক্ষম।

7) Okinawa Okhi 90
দাম : এক্স-শোরুম দাম ১,৮৬,০০০ টাকা।
গত ২০২২ সালেই স্কুটারটি লঞ্চ করে , আর সেটি একটি দারুণ হিট প্রমাণিত হয়েছে। ইতিমধ্যেই গাড়িটি বাজারে ১ লক্ষেরও বেশি বিক্রী হয়েছে। একবার সম্পূর্ন চার্জে গাড়িটি মোট ১৬০ কিমি পর্যন্ত যেতে সক্ষম।

Back to top button