গাড়ির জগতে বিভিন্ন নতুন নতুন টেক আসছে। লেটেস্ট আপডেট হিসেবে এসছে EV এবং তারপর স্বয়ংচালিত গাড়ি। বহু কোম্পানিই তাদের স্বয়ংচালিত গাড়ি উদ্ভাবন করছে। তারমধ্যে শীঘ্রই অর্থাৎ আগামী বছর 2024 এ এমন কিছু গাড়ি বাজারে আসছে যা গাড়ি উৎসাহীদের জন্য বেশ উত্তেজনা পূর্ন। আপনাদের জন্য আসন্ন গাড়িগুলোর একটি তালিকা বানিয়েছি আমরা। চলুন দেখে নেওয়া যাক
1) Nissan Qashqai : জাপানিজ এই বিখ্যাত কোম্পানি ভারতের বাজারে বেশ কিছু সময় বেশ নিষ্ক্রিয় থাকার পর এবার শীঘ্রই তাদের কমপ্যাক্ট SUV লঞ্চ করতে চলেছে। তাদের নতুন Qashqai গাড়িটিতে যেমন দারুণ ডিজাইন উপস্থিত থাকতে চলেছে তেমনই শক্তিশালী ইঞ্জিন থাকবে এখানে। জানা যাচ্ছে যে, বেস মডেলটি 1.3-লিটারের ফোর-সিলিন্ডার টার্বোচার্জড ইঞ্জিনের সাথে আসে যা 158hp শক্তি উৎপন্ন করে। 25 থেকে 30 লাখের বাজেটে আসতে পারে গাড়িটি।
2) Hyundai Stargazer : শীঘ্রই ভারতের বাজারে আসবে Hyundai Motors এর MPV Stargazer। 5 দরজার এই গাড়িটির জন্য বহু সময় ধরেই অপেক্ষা করছেন অনেকে। যদিও এখনো কিছু জানা যায়নি, তবে খবর আসছে যে নতুন MPV তে 1.5-লিটার পেট্রোল, 1.4-লিটার টার্বো-পেট্রোল এবং 1.5-লিটার ডিজেল ইঞ্জিন থাকতে পারে।
3) New Mahindra Thar : নতুন 5 দরজার থার লঞ্চ হতে চলছে শীঘ্রই। থার 3-ডোরের মতোই এখানেও 2.0-লিটার টার্বোচার্জড পেট্রোল এবং 2.2-লিটারের ডিজেল ইঞ্জিন থাকবে। গাড়িটি ম্যানুয়াল এবং অটোম্যাটিক, উভয় গিয়ারবক্সের সাথেই আসবে। উল্লেখ্য যে, নতুন এই মডেলটি 4×2 এবং 4×4, উভয় ভ্যারিয়েন্টেই মিলবে।
4) Maruti Suzuki Swift : Maruti Suzuki India Limited আগামী বছরের শুরুতেই তাদের জনপ্রিয় সুইফট হ্যাচব্যাকের নতুন গাড়ি লঞ্চ করতে পারে। এই সিরিজে স্পোর্টি লুক থেকে দারুণ ডিজাইন, সমস্ত কিছুই উপলন্ধ থাকছে। উল্লেখ্য যে, আসন্ন মডেলটি 1.2 লিটারের টার্বো চার্জড ইঞ্জিনের সাথে আসবে। গাড়িটি বিভিন্ন ভ্যারিয়েন্টে 83 থেকে 109hp শক্তি সরবরাহ করবে।
5) Tata Curvv : বহুদিন ধরেই টাটা তাদের নয়া Curvv SUV গাড়িটি নিয়ে বেশ কিছু ছবি tease করছে। Tata motors এর কথায় গাড়িটি “নিউ ডিজিটাল ডিজাইন ল্যাঙ্গুয়েজ”-এর সাথে আসে। Curvv 1.5-লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিনের সাথে এলেও আদতে এটি একটি হাইব্রিড গাড়ি হতে চলেছে। সেখানে থাকবে 40.5 kWh এর ব্যাটারি প্যাক যা মোট 400 কিমির রেঞ্জ দিতে সক্ষম হবে।
6) Mahindra XUV e8 : XUV700-এর প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে Mahindra XUV e8 লঞ্চ করতে চলেছে। নতুন এই গাড়িতে থাকছে 60-80 kWh এর ব্যাটারি প্যাক। নতুন ব্যাটারি প্যাকের সাথে 400 থেকে 450 কিমি ছুটতে পারবে XUV e8। উল্লেখ্য এই গাড়িটি দেশের বাজারে প্রতিযোগিতায় নামবে Tata এর Harrier SUV এর সাথে।