টাটা মোটরস আগামী সময়ে একগুচ্ছ গাড়ির সম্ভার নিয়ে আসতে চলেছে দেশের বাজারে। একেবারে নতুন ডিজাইনের SUV থেকে শুরু করে আসন্ন লাইনআপে রয়েছে নতুন EV-ও। নতুন লাইন আপে থাকছে একদম নতুন প্রযুক্তি থেকে উচ্চ ক্ষমতার গাড়ি। এছাড়া সমস্ত গাড়িতেই থাকছে টাটার তরফে উচ্চমানের নিরাপত্তা।
TATA Motors এই 9টি গাড়ি নিয়ে আসছে দেশের বাজারে
1. TATA Nexon Facelift এবং Nexon EV Facelift : ফেসলিফ্ট ভার্সনের মধ্যে আসন্ন সময়ে টাটা তাদের নতুন Nexon নিয়ে আসতে চলেছে। গাড়িটির পেট্রোল ভার্সনে থাকছে একদম নয়া ডুয়াল-ক্লাচ ট্রান্সমিশন। সাথে শক্তিশালী 1.2L এর টার্বো-পেট্রোল ইঞ্জিনও রয়েছে নতুন গাড়িতে। Nexon EV তে আগের মতোই EV এর পাওয়ারট্রেন বিকল্পগুলি থাকছে এবং নিরাপত্তার ওপর আরো জোর দিচ্ছে টাটা।
2. Tata Punch iCNG এবং Tata Punch :
টাটার কমপ্যাক্ট SUV Punch। সেটি শীঘ্রই Altroz iCNG এর মত ডুয়াল-সিলিন্ডার সেটআপ সহ iCNG ভেরিয়েন্টে আসতে চলেছে। আগামী সময়ে সেটি Hyundai Exter CNG এর সাথে লড়বে মার্কেটে। এছাড়া টাটা পাঞ্চের EV ভার্সনও আসতে চলেছে।
3. Tata Harrier Facelift এবং Harrier EV :
খুব শীঘ্রই Harrier নিয়ে বড় কিছু আপডেট শোনাবে টাটা মোটরস। সেখানে বাহ্যিক লুকের সাথে সাথে ভিতরের অন্দরসজ্জাতেও পরিবর্তন আনছে টাটা। সুরক্ষা ব্যবস্থাও আরো মজবুত হতে চলেছে। নয়া গাড়িতে ADAS এর কার্যকারিতা বাড়ানো হবে। যদিও গাড়িটি তার ডিজেল ইঞ্জিন ধরে রাখতে পারে। উল্লেখ্য যে, গাড়িটির EV নিয়েও কাজ করছে TATA MOTORS। যদিও সেই নিয়ে খুব বেশী কিছু জানা যায়নি। কিন্তু আশা কর হচ্ছে EV ভার্সনে 400 থেকে 500 কিমি অবধি রেঞ্জ দেবে গাড়িটি।
4. Tata Safari Facelift :
সাফারিও নিয়েও বড় খবর আসতে চলেছে শীঘ্রই। Harrier এর আদলে একদম নতুন করে রি-ডিজাইন করে তৈরি করা হচ্ছে গাড়িটি। সেখানে রিস্টাইলড ড্যাশবোর্ড, নতুন সেন্টার কনসোল, টাচ-অপারেটেড এইচভিএসি কন্ট্রোল, ADAS, প্যানারমিক সানরুফ সহ নানান ফিচার থাকছে। নতুন গাড়িটিতে 2.0L এর ডিজেল ইঞ্জিন থাকছে। সেখানে ম্যানুয়াল এবং অটোম্যাটিক, উভয় ট্রান্সমিশনই থাকছে।
5. Tata Curvv : আসন্ন টাটা কার্ভ গাড়িতে Gen-2 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরী তৈরী করা হয়েছে। গাড়িটি ইলেকট্রিক এবং পেট্রোল উভয় ভ্যারিয়েন্টেই আসছে। সম্প্রতি গাড়িটিকে দেখা গিয়েছে রাস্তায়। গাড়িটির EV ভার্সন এবছরের শেষের দিকে আসছে।
6. Tata Altroz Racer :
আগামীতে টাটার Altroz লাইন আপের রেসার ভার্সন আসতে চলেছে। এখানে ডুয়াল-টোন এক্সটারিয়র সহ স্পোর্টি স্টাইলিং, লাল অ্যাকসেন্ট সহ দারুণ ডিজাইন থাকছে। Nexon এর 1.2L টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন থাকছে।