![](https://autoscoop.in/wp-content/uploads/2023/07/upcoming-suv-780x470.jpg)
ভারতের অন্দরে ধীরে ধীরে বেড়ে চলেছে SUV এর চাহিদা। মানুষ এখন ছোট হ্যাচব্যাক গাড়ির দমবন্ধ অবস্থা থেকে বেরিয়ে বড় হ্যাচব্যক কিনতে বেশি পছন্দ করছে। আর আপনিও যদি আগামী সময়ে গাড়ি কেনার প্ল্যান করছেন তাহলে আসন্ন এই 6টি SUV এর ওপর নজর রাখুন।
1. Hyundai Exter : 10 জুলাই বেশ সাড়ম্বরের সাথে গাড়িটি লঞ্চ হয়েছে ভারতের বাজারে। টাটা পাঞ্চ সহ একাধিক মাইক্রো এসইউভির সাথে লড়াইয়ে নামবে গাড়িটি। এখানে 1.2L এর পেট্রোল ইঞ্জিন রয়েছে যা ফাইভ-স্পীড MT (Manual Transmission) বা AMT (Automatic Transmission) এর সাথে যুক্ত। CNG ভ্যারিয়েন্টেও উপলব্ধ রয়েছে গাড়িটি।
2. KIA Seltos Facelift : কিয়া মোটরস সম্প্রতি তাদের নতুন Facelift নিয়ে এসেছে বাজারে। যদিও এখনো দামের ঘোষণা হয়নি। তবে চলতি মাসের শেষের দিকে দাম ঘোষণা করতে পারে KIA মোটরস। সেলটোস-এ একটি নতুন রিডিজাইনড ফ্রন্ট ফ্যাসিয়া এবং লেভেল 2 ADAS রয়েছে। 1.5-লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন 160 PS শক্তি এবং 253 Nm টর্ক জেনারেট করতে সক্ষম।
3. Honda Elevate : গত মাসেই বাজারে এসেছে এই SUV।ei গাড়িটিরও দাম জানায়নি হোন্ডা মোটরস। তারা মোট চারটি ভ্যারিয়েন্টে বিক্রি করবে গাড়িটি। সেখানে 1.5L NA 4-সিলিন্ডার VTEC পেট্রোল ইঞ্জিন রয়েছে যা মোট 121 PS শক্তি এবং 145 Nm টর্ক জেনারেট করতে সক্ষম।
4. Citroen C3 Aircross : এই গাড়িটির দুটি ভার্সন নিয়ে এসেছে Citroen। সেগুলোর মধ্যে ফারাক কেবল দুই ক্ষেত্রে। একটি 5 সিটার গাড়ি এবং অন্যটি 7-সিটার। 1.2L এর 3-সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন গাড়িটিকে শক্তি জোগায়।
5. Marcedes Benz GLC : খুব শীঘ্রই জার্মান সংস্থাটি তাদের নেক্সট জেনারেশন GLC লঞ্চ করতে পারে ভারতে। এই দুটি ভার্সন হলো GLC 200 এবং GLC 200d। দুই গাড়িতেই 48V ইন্টিগ্রেটেড স্টার্টার মোটর থাকবে। অনেকেই মার্সিডিজের নতুন SUV নিয়ে বেশ উচ্ছসিত যদিও গাড়িটির দাম কীরকম হয় তা এক্ষুণি বলা যাচ্ছেনা।