ধীরে ধীরে বিখ্যাত হয়ে ওঠছে বৈদ্যুতিক গাড়ি গুলো। এরমধ্যে আবার Electric SUV এর চাহিদা অনেকটাই বেশি। আর গ্রাহকের চাহিদা বুঝে সমস্ত কোম্পানিই তাদের বৈদ্যুতিক নিয়ে এসেছে বাজারে। আসন্ন সময়ে Maruti Suzuki থেকে Hyundai, Tata, Mahindra Kia ইত্যাদি কোম্পানি তাদের গাড়ি লঞ্চ করতে চলেছে মার্কেটে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন নতুন গাড়ি আসছে ভারতের বাজারে।
1. Maruti Suzuki eVX:– তালিকায় প্রথমেই থাকছে মারুতির বহুল অপেক্ষিত eVX। পোল্যান্ডে অনুষ্ঠিত গাড়িরপ্রদর্শনীতে ফার্স্টলুক মিললেও আগামী বছর অক্টোবর নাগাদ বিশ্বজুড়ে লঞ্চ হবে গাড়িটি। 60 kWh ব্যাটারি প্যাকের সাথে আসবে Maruti Suzuki eVX, গাড়িটির মোট রেঞ্জ হবে 550 কিমি।
2. Mahindra XUV.e8:- মাহিন্দ্রা XUV.e8 গাড়িটি নিয়ে প্রথম জানা যায় গত 2022 সালের আগস্টে। সেসময় আরও চারটি EV-র সাথে উন্মোচন করা হয় এটিকে। একদম নতুন ডিজাইনের সাথে গাড়িটি নিয়ে বাজারে বেশ হাইপ তৈরি হয়েছে।
3. Tata Harrier Ev:- ভারতীয় বৈদ্যুতিক গাড়ির বাজার একরকম একাই ধরে রেখেছে টাটা মোটরস। শীঘ্রই Tata motors তাদের বিখ্যাত হ্যারিয়ার সিরিজের EV ভার্সন লঞ্চ করতে পারে। এই গাড়িটিও ওই সালেই লঞ্চ হতে পারে।
4. Tata Curvv Ev:- চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত মোটরিং শোতে Tata Curvv-এর প্রিভিউ করা হয়। উল্লেখ্য, এই গাড়ির ব্যাটারি প্যাক এতটাই শক্তিশালী হতে চলেছে যে, Curvv-এর বৈদ্যুতিক সংস্করণ প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি ছুটতে পারবে। সালের শুরুতেই লঞ্চ হতে পারে গাড়িটি।
5. Tata Punch Ev:- বৈদ্যুতিক গাড়ির বাজার টাটা মোটরসের কাছে কতটা গুরুত্বপূর্ন তা এই তালিকা থেকেই বোঝা সম্ভব। বাজারে পয়লা নম্বর স্থানে থাকার পাশাপাশি আসন্ন সময়ে টাটা তাদের তিনটি E-SUV নিয়ে আসতে চলেছে। আর এর মধ্যে রয়েছে টাটা পাঞ্চের নয়া সংস্করণ। Ziptron প্রযুক্তির ওপর তৈরি এই গাড়ির রেঞ্জ থাকবে 400 কিমি!
6. Hyundai Creta EV:- SUV এর বাজারে বেশ বিখ্যাত Hyundai Creta। শীঘ্রই তারা নিজেদের EV সংস্করণ নিয়ে হাজির হচ্ছে। জানা যাচ্ছে যে, 2024 সালের একদম শেষের দিকে আসবে এই গাড়িটি।
7. Kia EV9 EV SUV:- Kia ইতিমধ্যেই ভারতে EV6 ইলেকট্রিক ক্রসওভার বিক্রি করছে। আসন্ন সময়ে EV9 ফ্ল্যাগশিপ ইলেকট্রিক SUV লঞ্চ হতে পারে। 2023 সালের মার্চ মাস নাগাদ EV9 এর ফার্স্টলুক সামনে আসে। গাড়িটি একাধিক ব্যাটারি কনফিগারেশনে উপলব্ধ ছিল।
ভারতের বাজারে 2024 সালের শুরু থেকেই নতুন গাড়ি লঞ্চের দৌড়ে নামতে চলেছে Kia, TATA, Mahindra, Hyundai এর মত SUV নির্মাতা কোম্পানি গুলি।