Read In
Whatsapp
Bike NewsNews

অত্যাধুনিক ফিচার্স নিয়ে আসছে Honda Activa 7G, দেখেই ঘুম উড়বে Suzuki, TVS-এর! দাম কত?

বাজারে আসছে নতুন Honda Activa। জনপ্রিয় এই স্কুটারটির 6G ভার্সন বর্তমানে বিক্রি হচ্ছে বাজারে। কিন্তু এবার খুবই জলদি গাড়িটির পরবর্তী ভার্সন, অর্থাৎ 7G নিয়ে আসতে পারে হোন্ডা। চলুন আসন্ন স্কুটার নিয়ে কী কী জানা যাচ্ছে দেখে নেওয়া যাক।

খবর এসেছে যে, শীঘ্রই বাজারে আসতে পারে নতুন Honda Activa 7G। স্টাইল থেকে লুক, সমস্ত দিক দিয়েই পুরনো গাড়িটির নতুন ভার্সন নিয়ে আসছে Honda। যদিও ডিজাইন এবং লুকে খুব বড় কিছু পরিবর্তন আসছে না, তবে Chrome ফিনিশ দেওয়া হতে পারে।

Activa 7G তে পরিবর্তন থাকছে ইঞ্জিন টেকনোলজিতে। আগের মতোই 109 সিসি এবং 125 সিসি, এই দুই ইঞ্জিনের সাথে আসছে গাড়িটি। আগের থেকে পারফরম্যান্স কিছুটা উন্নত হতে পারে। নতুন প্রযুক্তির ইঞ্জিনে মাইলেজ কিছুটা বাড়তে পারে। বর্তমানে 40 থেকে 45 কিমির মাইলেজ পাওয়া গেলেও নতুন স্কুটারে এই অংক আরো বাড়বে।

Activa 7G তে সামনে এবং পিছনে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক দেখা যাবে। এছাড়া ইউএসবি মোবাইল পোর্ট, মোবাইল কানেক্টিভিটি, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটারের মতো ফিচারসও পাবেন এখানে। এসমস্ত ফিচারস অবশ্য 6G তেও পেতেন আপনি।

দাম কত হতে পারে?
এখনো দাম সম্পর্কে কিছু জানা না গেলেও Activa 6G এর এক্স শোরুম দাম শুরু হয় 75,000 টাকা থেকে 90,000 পর্যন্ত। নতুন ভেরিয়েন্টের দাম সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

Back to top button