Read In
Whatsapp
Bike NewsNews

মাত্র 25 হাজার টাকা দিয়েই পেয়ে যাবেন নতুন KTM, কিন্তু কিভাবে? ক্লিক করে জানুন বিস্তারিত

KTM এর বিভিন্ন বাইক উপলব্ধ রয়েছে ভারতে। আর KTM এর বিভিন্ন বাইকের প্রতি তরুণদের আকর্ষণ অনেকটাই বেশী। কিন্তু KTM এর বাইক কেনা তো আর চাট্টিখানি কথা নয়। কারণ KTM এর বিভিন্ন বাইক বেশ বড় অংকের দামের সাথে বাজারে আসে। কিন্তু আজ আমরা জানাবো কিভাবে আপনি বেশ সস্তায় KTM RC 125 গাড়িটি কিনতে পারেন।

বাজারে KTM RC 125 গাড়িটির দাম শুরু হচ্ছে 2 লক্ষ টাকার আশেপাশে। সেই কারণে সাধারণের পক্ষে এই গাড়িটি কেনা অতটাও সহজ নয়। কিন্তু ফাইন্যান্সের মাধ্যমে কম টাকাতেই গাড়িটি নিজের করতে পারেন আপনি। আর কিভাবে কত টাকায় এই কাজ করতে পারেন সেটাই বলতে চলেছি আমরা।

গাড়িটির দাম কত : KTM RC 125 গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 1,89,542 টাকা। অন রোড দাম পড়ছে 2.16 লাখ টাকা। মাত্র 25000 টাকা দিলেই গাড়িটি আপনার করতে পারেন। নীচে দেখে নিন ফাইন্যান্স প্ল্যান সম্পর্কে।

ফাইন্যান্স প্ল্যান : ফাইন্যান্স প্ল্যানের কথা বললে গাড়িটি কেনার জন্য আপনাকে প্রথমেই 25 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনাকে ব্যাংক থেকে আর 1.91 লক্ষ টাকা ঋণ নিতে হচ্ছে। বার্ষিক 9.7% সুদের হারে 3 বছরের জন্য মাসিক 6151 টাকা জমা দিতে হবে। তাহলেই গাড়িটি আপনার।

Back to top button