TRENDS
Advertisement

বুলেট প্রেমীদের জন্য সুখবর, প্রথম 750cc বাইক আনছে রয়্যাল এনফিল্ড

রোডস্টার বাইকের দুনিয়ায় একটি খ্যাতনামা নাম হল রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। ভারতবর্ষ (India) ছাড়িয়ে সুদূর মার্কিন মুলুক অবধি পৌঁছে গেছে এই বাইকের খ্যাতি। তবে বাজারে প্রতিদ্বন্দ্বির সংখ্যাও নেহাত কম নয়।…

Published By: Ritwik | Published On:

রোডস্টার বাইকের দুনিয়ায় একটি খ্যাতনামা নাম হল রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। ভারতবর্ষ (India) ছাড়িয়ে সুদূর মার্কিন মুলুক অবধি পৌঁছে গেছে এই বাইকের খ্যাতি। তবে বাজারে প্রতিদ্বন্দ্বির সংখ্যাও নেহাত কম নয়। আর তাই পুরোন বাইক বিক্রিবাট্টার পাশাপাশি নতুন বাইকের উপর কাজ করতে শুরু করে দিয়েছে রয়্যাল এনফিল্ড। আশা করা হচ্ছে খুব শীঘ্রই বাজারে আসবে এনফিল্ডের নতুন ভেরিয়েন্ট।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

একাধিক সূত্রে খবর, সংস্থাটি 350-450cc সেগমেন্টের অধীনে তিনটি বাইক আনতে চলেছে। এইমুহুর্তে সংস্থাটি বেশকিছু নতুন বুলেটের উপর কাজ করছে। যার মধ্যে একটি কোম্পানির J সিরিজের লাইনআপের একটি অংশ হবে। খুব সম্ভবত বাইকটির নাম হতে চলেছে J1b। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই বাজার কাঁপাতে আসবে এনফিল্ডের এই নতুন ভেরিয়েন্ট।

এছাড়াও চলতি বছরে সংস্থাটি আরেকটি নতুন বাইক, Himalayan (K1G) লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও বিষয়টি নিয়ে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি রয়্যাল এনফিল্ডের তরফ থেকে। আর যারা 440cc তে নতুন কিছুর জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্যেও রয়েছে বড়ো চমক।

রয়্যাল এনফিল্ড এইসব বুলেট প্রেমীদের জন্য নিয়ে আসছে স্ক্র্যাম (D4K)। যদিও এই মডেলটি এখনও পুরোপুরি তৈরি হয়নি। বাজারে হিট করতে এখনও খানিকটা সময় লাগবে বলে খবর। সবকিছু ঠিকঠাক থাকলে বছর শেষ হওয়ার আগে মার্কেটে লঞ্চ হতে পারে 440cc-এর এই নতুন ভেরিয়েন্ট।

বুলেট প্রেমীদের জন্য সুখবর, প্রথম 750cc বাইক আনছে রয়্যাল এনফিল্ড

 

এছাড়াও কোম্পানি ইতিমধ্যেই জানিয়েছে, Super Meteor 650 দুটি ভেরিয়েন্টে আসবে। মিডিয়ার গুঞ্জন বিশ্বাস করলে রয়্যাল এনফিল্ড এবার 750cc নিয়েও কাজ শুরু করে দিয়েছে। যদিও এই বাইকটি মার্কেটে আসতে এখনও বেশ খানিকটা সময় লাগবে বলে খবর।‌ খুব সম্ভবত 2025 সালের মধ্যে মার্কেটে হিট করবে রয়্যাল এনফিল্ডের বহুল প্রত্যাশিত এই ভেরিয়েন্ট। ততদিন পর্যন্ত বাইক প্রেমীদের একটু অপেক্ষা করতেই হবে।

About Author