TRENDS
Advertisement

বাজারে আসছে Royal Enfield এর নতুন Bullet 350, কত খরচ হবে এই বাইক কিনতে?

প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন Bullet নিয়ে আসছে Royal Enfield, দেখুন কত দাম এবং কী কী ফিচারস থাকবে

Published By: Ritwik | Published On:

ভারতের বাজার বড্ড বেশী পরিবর্তনশীল। আর এই বাজারে টিকে থাকার জন্য প্রয়োজন পড়ে উন্নত মানের এবং সঠিক দামের পণ্যের। বাইক থেকে গাড়ি, সমস্ত ক্ষেত্রেই এই লজিক কার্যকর। বড় বড় ব্র্যান্ডও দামের সাথে পণ্যের গুণমান সামঞ্জস্য বজায় রাখতে না পেরে বিদায় জানিয়েছে ভারতের বাজারকে। আর বর্তমান সময়ে Harley Davidson এবং Triumph এর দাপটে প্রমাদ গুনছে Royal Enfield! কিন্তু বাজারে গুঞ্জন যে, শীঘ্রই নতুন সুদর্শন বাইক নিয়ে হাজির হচ্ছে তারা। বাজারে আসছে Royal Enfield এর নতুন Bullet 350, কত খরচ হবে এই বাইক কিনতে?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

খবর অনুযায়ী খুব জলদি, আগামী 1 সেপ্টেম্বর রাখী পূর্ণিমার দিনই বাজারে আসছে নতুন Bullet 350! RE এর নতুন বাইকে দেখা যাবে সিঙ্গেল সিট, লম্বা হ্যান্ডেলবার, রাউন্ড রিয়ার ভিউ মিরর, টুইন শক অ্যাবজর্বার সহ নতুন ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং রিয়ার ড্রাম ব্রেক সহ সিঙ্গেল চ্যানেল ABS! এছাড়াও সম্প্রতি বাইকের বেশ কিছু বৈশিষ্ট্য ফাঁস হয়েছে ইন্টারনেটে। সেগুলোও জানাচ্ছি চলুন। বাজারে আসছে Royal Enfield এর নতুন Bullet 350, কত খরচ হবে এই বাইক কিনতে?

খবর অনুযায়ী Royal Enfield Classic 350 এবং Meteor 350-এর মতো, নতুন J-series প্ল্যাটফর্মের ওপর তৈরি হচ্ছে নয়া বুলেট 350। পারফরম্যান্স আগের চেয়ে আরো উন্নত করা হয়েছে। গাড়িতে 349 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন থাকছে। গাড়িটি সর্বোচ্চ 20.2 PS শক্তি এবং 29Nm টর্ক জেনারেট করতে সক্ষম। 5-স্পীড গিয়ারবক্সের সাথে লঞ্চ হতে পারে বাইকটি।

গাড়িটি ট্রিপার নেভিগেশন সিস্টেম সাপোর্ট সহ একদম নতুন স্টাইলের ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সাথে আসতে পারে। এছাড়া টপ-স্পেকস ভেরিয়েন্টে থাকছে নতুন 3D গোল্ড ব্যাজ সঙ্গে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল এবিএস। প্রিমিয়াম সুইচগিয়ার এবং USB চার্জিং পোর্টও পাওয়া যাবে এই বাইকে। সাথে থাকছে বুলেটের সেই দুম দুম আওয়াজ। তাই বাজারে ভালই আকর্ষণ বেড়েছে বাইকটি নিয়ে। বাজারে আসছে Royal Enfield এর নতুন Bullet 350, কত খরচ হবে এই বাইক কিনতে?

তবে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন বাইকের দাম আক্রমনাত্মক রাখতে পারে Royal Enfield। দেখার বিষয় এটাই যে, ঠিক কত দামে লঞ্চ হয় নতুন বাইকটি। এখানে মনে রাখবেন যে, সবচেয়ে সস্তা Hunter 350 বাইকটির দাম রয়েছে 1.50 লক্ষ টাকা। আর খবর অনুযায়ী এর কাছাকাছিই থাকবে গাড়িটির দাম। যদিও পুরো দাম জানার জন্য এখনো কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু বর্তমান মডেলের থেকে 10-12000 টাকা দাম বেশি থাকার সম্ভাবনাই বেশি।

About Author