TRENDS
Advertisement

পেট্রল-ডিজেল অতীত, রান্নার তেল দিয়েই গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বেঙ্গালুরুর যুবক!

টানা ৯ বছর ধরে রান্নার তেলই তার গাড়ির জ্বালানি! যুবকের কেরামতি দেখে হতবাক নেটপাড়া

Published By: Ritwik | Published On:

জ্বালানির দাম বাড়ার কিছুটা প্রভাব পড়েছে মানুষের পকেটের ওপর। মানুষ ইতিমধ্যেই জ্বালানি তেলের বিকল্প খুঁজতে শুরু করে দিয়েছ। বৈদ্যুতিক গাড়ি থেকে হাইড্রোজেন ফুয়েল এবং লেটেস্ট ইথানল। এসব নিয়ে গবেষণা চালাচ্ছে বিভিন্ন সংস্থা। কিন্তু তারইমধ্যে বেঙ্গালুরুর এক যুবক যা করেছেন তা অবাক করেছে সকলকে। রান্না করার তেল ব্যবহার করেই গাড়ি চালাচ্ছেন তিনি! পেট্রল-ডিজেল অতীত, রান্নার তেল দিয়েই গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বেঙ্গালুরুর যুবক!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

পেট্রোল ডিজেল তো কোন দূর, এবার কাজে লাগছে রান্নার তেল! কর্ণাটকের যুবক অবিনাশ নারায়নস্বামী
খবর এখন সারা দেশেই ভাইরাল। তাও আবার এক দুইবার অথবা কয়েকদিনের জন্য নয়, টানা 9 বছর এই রান্নার তেলই তার গাড়ির জ্বালানি! এই অসাধ্য সাধন কিভাবে করেছেন সেই গল্পও বেশ আকর্ষণীয়।
পেট্রল-ডিজেল অতীত, রান্নার তেল দিয়েই গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বেঙ্গালুরুর যুবক!

আসলে হয়েছে কি হোস্টেল যে রান্নার তেল ব্যবহার হয় তা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসতেন তিনি। এরপর নানান প্রক্রিয়ার মাধ্যমে 6-7 ধাপ পর বায়ো-ফুয়েল তৈরি করেন অবিনাশ। প্রতি লিটার রান্নার তেল থেকে 700 থেকে 800ml পরিমাণ বায়ো ফুয়েল তৈরি করেন তিনি। সেজন্য তার খরচ হয় মাত্র 60 থেকে 65 টাকা। পেট্রল-ডিজেল অতীত, রান্নার তেল দিয়েই গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বেঙ্গালুরুর যুবক!

এখানে উল্লেখ্য, তিনি যে শুধু খরচ কম করেছেন তাই না, একইসাথে অবিনাশ জানাচ্ছেন এই তেল অনেক বেশি পরিবেশবান্ধব। অর্থাৎ তেলের দহনে দূষণের মাত্রার পরিমাণ অতি সামান্য। 2013 সাল থেকে এই প্রক্রিয়ায় গাড়ি চালাচ্ছেন অবিনাশ। রান্নার তেলের মাধ্যমে 15 থেকে 17 কিমির মাইলেজও পাচ্ছেন তিনি। ইতিমধ্যেই মোট 1.20 লক্ষ কিমি গাড়ি চালানোও হয়ে গিয়েছে তার।পেট্রল-ডিজেল অতীত, রান্নার তেল দিয়েই গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বেঙ্গালুরুর যুবক!

About Author