TRENDS
Advertisement

মাত্র 2 সপ্তাহেই 75,000 বুকিং! চাহিদা তুঙ্গে Ola-র ইলেকট্রিক স্কুটারের, কেনার থাকলে দেখুন খুঁটিনাটি

মাত্র কয়েকদিনের মধ্যেই বাজারে ব্যপক বিক্রি বেড়েছে Ola ইলেকট্রিক স্কুটারের, 1 মাসের মধ্যেই 1 লাখ বুকিংয়ের টার্গেট রাখা হয়েছে Ola এর তরফে

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে Ola যে লম্বা সময়ের জন্য টিকে থাকার পরিকল্পনা করেছে তা সংস্থাটির পোর্টফলিও দেখলে বেশ সহজেই বোঝা যায়। গত 28 শে জুলাই লঞ্চ হয় নতুন Ola S1 Air। গাড়িটির জন্য বুকিংও শুরু হয় তার কিছুদিন পরই। কিন্তু এতদিনে S1 Air এর ডেলিভারী শুরু হয়েছে। এরপর বাজারে আসে S1X এবং S1 Pro 2nd Gen। মাত্র 2 সপ্তাহেই 75,000 বুকিং! চাহিদা তুঙ্গে Ola-র ইলেকট্রিক স্কুটারের, কেনার থাকলে দেখুন খুঁটিনাটি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Ola এর থেকে জানা যায় যে, শুধুমাত্র S1 Air স্কুটারটিরই বুকিং হয়েছে 50,000 এর চেয়েও বেশি! দুর্দান্ত রেঞ্জ, শক্তিশালী ইঞ্জিন এবং ক্ষমতাশালী ব্যাটারি সমেত বাজারে আসে Ola S1 Air। কিন্তু লেটেস্ট খবর অনুযায়ী Ola ইলেকট্রিক স্কুটারের বুকিং সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 75000! যদিও কোন স্কুটারের কত বুকিং হয়েছে তা জানানো হয়নি Ola এর তরফে।

মাত্র 2 সপ্তাহেই 75,000 বুকিং! চাহিদা তুঙ্গে Ola-র ইলেকট্রিক স্কুটারের, কেনার থাকলে দেখুন খুঁটিনাটি

বর্তমানে হটকেকের মতো বিকোচ্ছে S1 Air। সেখানে শক্তিশালী 3 kWh ব্যাটারি ক্ষমতার সাথে 125 কিলোমিটারের একটি চিত্তাকর্ষক রেঞ্জ দেয়। শুধু তাই না, সর্বোচ্চ 90 কিমি/ঘন্টার টপ স্পিড রয়েছে সেখানে। আসলে S1 এবং S1 Pro er দুর্দান্ত সাফল্যের পর এই গাড়িটিকে বাজারে এনেছে Ola। তাদের লক্ষ্য, দেশব্যাপী ইলেকট্রিক গাড়ির বাজারকে আরো বড় করে তোলা। মাত্র 2 সপ্তাহেই 75,000 বুকিং! চাহিদা তুঙ্গে Ola-র ইলেকট্রিক স্কুটারের, কেনার থাকলে দেখুন খুঁটিনাটি

Ola’র S1 লাইনআপ, S1 Pro, S1, Pro Gen 2, S1X এবং S1 Air এর মতো অত্যাধুনিক প্রযুক্তি এবং অতুলনীয় কর্মক্ষমতা সহ স্লিক ডিজাইনের সাথে আসে। S1 Air এর 2700 ওয়াটের মোটর মাত্র 4.3 সেকেন্ডেই গাড়িটিকে 40 কিমি প্রতি ঘন্টা গতিতে পৌঁছে দেয়। শুধু তাই না, Ola টানা তিন ত্রৈমাসিকেরও বেশি সময় ধরে টু হুইলার EV সেগমেন্টে বিক্রির নিরীখে শীর্ষে থাকার একটি দারুন রেকর্ড ধরে রেখেছ!

মাত্র 2 সপ্তাহেই 75,000 বুকিং! চাহিদা তুঙ্গে Ola-র ইলেকট্রিক স্কুটারের, কেনার থাকলে দেখুন খুঁটিনাটি

বাজারে Ola S1 Air এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1,19,827 টাকা থেকে। তবে আপনি নিজের পছন্দ মত স্পেসিফিকেশনের স্কুটার কিনতে পারেন। ব্যাটারির ভিন্নতার হিসেবে 2 kWh, 3 kWh এবং 4 kWh ব্যাটারি প্যাকের বিকল্প পাবেন আপনি। এছাড়া বিভিন্ন ফিচারসের ভিত্তিতেও দামের ফারাক আসবে। সবচেয়ে সস্তা লাইন আপ Ola S1X। মাত্র 89,999 টাকা থেকেই সেটির দাম শুরু হচ্ছে।

About Author