Read In
Whatsapp
News

মাত্র 1 টাকা দিয়ে ভ্রমন করুন বিলাসবহুল বাসে, 15 আগস্ট পর্যন্ত অফার দিচ্ছে এই সংস্থা! রইলো ডিটেলস

গণপরিবহণ ব্যবস্থা মানুষের জন্য সর্বোৎকৃষ্ট। কারণ এক্ষেত্রে যানজট থেকে দূষণ সবই কম হয়। আবার ভারতের মতো দেশে যেখানে সবার কাছে গাড়ি কেনার টাকা নেই সেখানে গণপরিবহণ ব্যবস্থার কোনো তুলনাই হয়না। আর এক্ষেত্রে সবচেয়ে ভালো মাধ্যম হলো রেল ব্যবস্থা। বাসেও ভ্রমণ করতে পারেন, কিন্ত সবচেয়ে সস্তার কথা বললে রেলের আগে হতে পারেনা।

বাসে ভ্রমণ এমনিই খরচ সাপেক্ষ। আবার যদি কোনো বিলাসবহুল বাস ধরেন তাহলে তো হয়েই গেল। মোটা অংক খরচ করতে হবে আপনাকে। কিন্তু এবার যদি আমরা বলি যে, মাত্র ১ টাকাতেই বিলাসবহুল বাসের টিকিট কিনতে পারেন আপনি তাহলে বিশ্বাস হবেনা তো? আসলে কিন্তু এটা একদম সত্যি। ভারতের ইন্টারসিটি ইলেকট্রিক এসি কোচ সার্ভিস, NueGo স্বাধীনতা দিবস উপলক্ষে অসাধারণ অফার নিয়ে এসেছে।

Nue Go এর তরফে জারি করা অফারের অধীনে গ্রাহকরা মাত্র 1 টাকাতেই 10 থেকে 15 আগস্ট 2023 পর্যন্ত যেকোনো রুটের টিকিট বুক করতে পারবেন। অফারটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য। কারণ আগামী 15 আগস্ট পর্যন্তই সেটি উপলব্ধ থাকবে। দেশের বিভিন্ন রুটে পরিষেবা দেয় সংস্থাটি। আপনাদের স্বার্থে নীচে বাসের রুটগুলো দেওয়া হলো। এই রুটে যদি আপনিও ভ্রমণ করার পরিকল্পনা করেছেন তাহলে এই বাসগুলো দেখে রাখুন।

Nue Go বাস সার্ভিস পরিষেবা দেয় : ইন্দোর-ভোপাল, দিল্লি-চণ্ডীগড়, দিল্লি-আগ্রা, দিল্লি-দেরাদুন, দিল্লি-জয়পুর, আগ্রা-জয়পুর, বেঙ্গালুরু-তিরুপতি, চেন্নাই-তিরুপতি, চেন্নাই-পুদুচেরি এবং হায়দ্রাবাদ-বিজয়ওয়াড়া।

source : redbus

Nue Go কোম্পানি তাদের #Bus1RupeeMein ক্যাম্পেইনের সাথে, গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে ইন্টারসিটি ইলেকট্রিক এসি কোচে চড়ার সুযোগ দেয়। আপনি সংস্থাটির ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ ইনস্টল করে টিকিট বুক করতে পারবেন।

Back to top button