
প্রধানমন্ত্রী মোদীর স্টার্টআপ ইন্ডিয়া স্কিম শুরু হওয়ার পর থেকেই দেশে একাধিক স্টার্টআপ শুরু হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নতুন এই সংস্থাগুলো। একইরকমভাবে বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেও বেশ কিছু নতুন সংস্থা গড়ে ওঠেছে। সেরকমই এক সংস্থা ওবেন রোর (Oben Rorr)। বেঙ্গালুরুস্থিত এই কোম্পানিটি সম্প্রতি তাদের নতুন বাইক লঞ্চ করেছে।
বেঙ্গালুরুস্থিত কোম্পানি ওবেন রোর তাদের বৈদ্যুতিক বাইকের প্রথম 25টি ইউনিট বিতরণ করেছে৷ নতুন গ্রাহক এবং সেই সাথে জ্বালানি তেল চলা গাড়ি ব্যবহার করলে এবার তার জায়গায় এই নতুন টু-হুইলারের কথা ভাবতে পারেন। এখানে বেশ কিছু শক্তিশালী ফিচার্স রয়েছে। চলুন আপনাদের বাইক নিয়ে বিস্তারিত জানাই।
এই বাইকে রয়েছে 4.4 kWh এর ব্যাটারিপ্যাক, যার ফলে আপনি 187 কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন। গাড়িতে শক্তিশালী 8 kw এর মোটর রয়েছে যা মাত্র 3 সেকেন্ডেই আপনাকে শুন্য থেকে 40 কিমি প্রতি ঘন্টা গতিতে পৌঁছে দেবে। উল্লেখ্য বাইকটির সর্বোচ্চ গতি রয়েছে 100 কিমি/ঘন্টা। সাথে রয়েছে 50,000 কিমি অথবা 3 বছরের ওয়ারেন্টি।
আপনি চাইলে গাড়ির ওয়ারেন্টি বাড়িয়ে নিতে পারেন 75000 কিমি অথবা 5 বছর পর্যন্ত। শুধু তাই না, মোটরের ওপর 3 বছরের ওয়ারেন্টিতে 3টি বিনামূল্যে পরিষেবা সহ বিনামূল্যে রাস্তার পাশে সহায়তাও দেয় কোম্পানি। বাজারের অন্যান্য ইলেকট্রিক বাইকের থেকে তাই নিজেদের আলাদা পরিচয় স্থাপন করেছে Oben Rorr।
আপাতত বাইকটির Ex-Showroom দাম রয়েছে 1.50 লক্ষ টাকা। বাজারে পুরোপুরি না এলেও ইতিমধ্যেই বাইকটি নিয়ে বেশ সাড়া পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বাইকটির প্রি-অর্ডার সংখ্যা 21,000 ছাড়িয়ে গিয়েছে। সেইসাথেই কোম্পানি নিজেদের পরিসর আরো বাড়ানোর চিন্তাভাবনা করছে।
যদিও দেশের বাজারে টিকে থাকতে হলে Oben Rorr-কে লড়াই করতে হবে Hop Electric OxO, Kabira Mobility KM 3000/4000, Revolt Motors RV 400, Earth Energy Evolve R এর মত অন্যান্য গাড়ির সাথে। এখন দেখার বৈদ্যুতিক গাড়ির এই বাজার কোনো নতুন সংস্থার হাতে যায় নাকি পুরনো ট্র্যাডিশনাল কোম্পানি গুলোই নিজেদের রমরমা দেখায় এক্ষেত্রেও। এই গাড়িটি আপনি ৩০ হাজার টাকা ডাউন পেমেন্ট করে পেয়ে যেতে পারেন। তার জন্য আপনাকে মাসিক ৩,৭৮০ টাকা করে ৩ বছর EMI দিতে হবে।