
গাড়ি কেনার স্বপ্ন কার না থাকে। যদিও সবার ক্ষেত্রে সেই স্বপ্ন সাকার হয়না সবসময়। গাড়ির যেভাবে দাম বেড়েছে তাতে গাড়ি কেনা অসাধ্য হয়ে গিয়েছে। কিন্তু আর অসুবিধা নেই, আমরা আজ যে অফার নিয়ে এসেছি তাতে আরো কোনো অসুবিধা হবেনা আপনার।
এখানে উল্লেখ্য, গাড়িটি আপনাকে সেকেন্ড হ্যান্ড ভার্সনেই কিনতে হবে। আর এরকম তিনটি অফার রয়েছে Alto 800 এর ওপর। নীচে দেখে নিন অফার
1) Alto গাড়িটির 2010 মডেলটি কিনতে পারেন Olx থেকে। সেটির দাম রয়েছে 80,000 টাকা। দিল্লিতে গাড়িটির রেজিস্ট্রেশন থাকলেও অন্যান্য রাজ্যে স্থানান্তর করে দেওয়া সম্ভব হবে। যদিও গাড়িটি কিনতে আপনাকে কোনো অফার বা প্ল্যান করতে হবেনা। তবে
2) দ্বিতীয়ত Maruti Alto 800-এর আরো একটি ডিল রয়েছে DROOM ওয়েবসাইটে। সেটির দাম রয়েছে 1.50লক্ষ টাকা। CNG কিট সমেত আসে। উল্লেখ্য, এই গাড়িটিও দিল্লিতেই রেজিস্টার্ড রয়েছে।
3) Maruti Suzuki Alto 800-এর সেকেন্ড হ্যান্ড মডেলের আরেকটি সস্তা ডিল QUIKR ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে। গুরুগ্রাম রেজিস্ট্রেশন সহ অল্টোর 2011 মডেল রয়েছে, 1 লক্ষ টাকার বিনিময়ে।