Read In
Whatsapp
Car NewsNews

Mahindra Thar : বাজার কাঁপাতে আসছে মাহিন্দ্রা থারের ইলেকট্রিক অবতার! দেখে ঘুম উড়েছে মারুতির

ভারতীয় গাড়ির বাজারে মাহিন্দ্রার সুনাম এখন অন্য মাত্রায় পৌঁছে গেছে। কোম্পানিটি তার স্টাইলিশ লুক এবং দমদার পারফরম্যান্সের জন্য বিশেষ পরিচিত। বিশেষ করে মাহিন্দ্রার থারের কথা তো আর নতুন করে বলার কিছু নেই। বাজারে আলাদাই এক ফ্যানবেস তৈরি হয়ে গেছে এই গাড়ির। এই গাড়ির প্রতি মানুষের ভালোবাসা দেখে সংস্থাটি এবার এই মডেলের ইলেকট্রিক ভার্সন আনার কথা ভেবেছে।

গত মঙ্গলবার বিশ্ববাজারে গাড়িটির কনসেপ্ট মডেল ‘ভিশন থার.ই’ লঞ্চ হয়েছে। জনপ্রিয় এই SUV Thar একটি সম্পূর্ণ নতুন বৈদ্যুতিক অবতার পেয়েছে। সংস্থাটি তাদের এক বিবৃতিতে জানিয়েছে যে, মাহিন্দ্রার কনসেপ্ট ইলেকট্রিক থার এনজিএলও-পি১ প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যদিও মডেলটির দাম সম্পর্কে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে একথা নিশ্চিত যে, খুব শীঘ্রই ভারতীয় রাস্তায় দেখা যাবে মাহিন্দ্রা থার ইলেকট্রিক।

গাড়িটির বৈশিষ্ট্যের কথা বললে, এতে একাধিক নজরকাড়া বৈশিষ্ট্য দেখা যাবে। টেকসইতার কথা মাথায় রেখে মাহিন্দ্রা এই গাড়িতে প্রচুর রিসাইকেল ম্যাটেরিয়াল ব্যবহার করেছে। Mahindra দাবি করেছে, এই নতুন Thar.E-এর অফ-রোডিং ক্ষমতাও অসাধারণ হবে। নতুন গাড়িটির ডিজাইন বর্তমান গাড়ির ডিজাইনের চেয়ে আলাদা হবে বলে খবর। পিছনের দিকে থাকবে এলইডি টেলল্যাম্প, একটি ব্ল্যাক-আউট প্রোফাইল এবং পিছনের টেলগেট ইন্টিগ্রেটেড অতিরিক্ত চাকা।

মাহিন্দ্রা থার ইলেকট্রিকের রেঞ্জ সম্পর্কে কথা বললে, কোম্পানি এই শক্তিশালী এসইউভিতে ল্যাডার ফ্রেম ইনস্টল না করে একটি অল হুইল ড্রাইভ এবং ডাবল মোটর লেআউট ইনস্টল করতে চলেছে৷ এতে উপস্থিত বৈদ্যুতিক মোটরগুলি এটিকে পর্যাপ্ত টর্ক দিতে সক্ষম হবে, যেটি যেকোন হার্ডকোর অফ-রোডারের জন্য আবশ্যক।

মাহিন্দ্রা থার ইলেকট্রিকের ডিজাইন : এর ডিজাইন সম্পর্কে কথা বললে, এতে একটি রেট্রো-স্টাইলযুক্ত স্ট্যান্স সহ একটি বর্গাকার ফ্রন্ট, একটি আয়তক্ষেত্রাকার গ্রিল, হামারের মতো একটি পুনরায় ডিজাইন করা সামনের বাম্পার এবং একটি ছোট উইন্ডশিল্ড দেওয়া হবে। এতে 5 টি দরজা থাকবে এর নতুন এলইডি লাইটিং এলিমেন্ট এবং গ্রিল সাধারণ থরের থেকে সম্পূর্ণ আলাদা।

মাহিন্দ্রা থার ইলেকট্রিক কবে চালু হবে : এটি ঠিক কবে কখন চালু হবে সে সম্পর্কে সংস্থা এখনও কোনও তথ্য দেয়নি। তবে বিশেষজ্ঞদের অনুমান, থারের বৈদ্যুতিক সংস্করণটি 2027 বা এর আশেপাশে আনা হতে পারে। যখনই এটি আসবে এটিতে একটি বড় ব্যাটারি প্যাক দেখতে পাওয়া যাবে। যা কমপক্ষে 400 কিলোমিটার রেঞ্জ দেয়।

Back to top button