Read In
Whatsapp
Bike News

মাত্র 18 হাজার টাকা দিয়ে ঘরে নিয়ে আসুন দুর্দান্ত মাইলেজের Spelendor Plus, কিন্তু কিভাবে? দেখে নিন

হিরো মোটরসের বাইকরেঞ্জে একটি দূর্দান্ত বাইক Splendor Plus। পরে এই বাইকের বিভিন্ন আলাদা ভার্সন যেমন Super Splendor, Splendor Plus XTEC এবং Super Splendor XTEC নিয়ে এসেছে হিরো। নতুন বাইক এলেও কম দামের Splendor Plus গাড়িটির জনপ্রিয়তা একটুও ক্ষুন্ন হয়নি। কিন্তু বাজেট না থাকলে কীভাবে গাড়িটি কিনবেন আপনি ?

Spelendor Plus গাড়িটির দাম শুরু হয় 74 হাজার টাকা থেকে। টপ মডেলের দাম 75 হাজার টাকা। এবার এই বাইকটি কেনার কথা ভাবলে আপনাদের জন্য দূর্দান্ত অফারের খবর নিয়ে এসেছি আমরা। মাত্র 18,000 টাকা দিয়েই কিনতে পারেন নতুন বাইকটি। কিন্তু কীভাবে কিনবেন এত কম দামে ? চলুন জানাচ্ছি আপনাদের।

আপনি যদি Splendor এর টপ মডেল অর্থাৎ Splendor+i3s drum brake black and accent গাড়িটি কেনেন তাহলে দিল্লিতে গাড়িটির Ex-Showroom প্রাইস রয়েছে 75,811 টাকা। সবমিলিয়ে 90 হাজার অথবা তার আশেপাশে পড়বে গাড়িটির দাম। EMI এর জন্য 20% ডাউনপেমেন্ট দিন, অর্থাৎ 18,000 টাকা।

বাকি টাকা 3 বছরের জন্য 9.7% সুদে ঋণ নিতে পারবেন। এক্ষেত্রে প্রতি মাসে আপনাকে মাত্র 2,603 টাকার EMI দিতে হবে। তিন বছরের ঋণের জন্য আপনাকে শুধুমাত্র 12,697 টাকা অতিরিক্ত দিতে হবে। উল্লেখ্য যে, জায়গা বিশেষে দাম পরিবর্তিত হতে পারে। কিন্তু এই অংকে খুব বেশী পরিবর্তন আসবেনা।

Back to top button