TRENDS
Advertisement

মাত্র ৯ হাজার টাকা দিয়ে নিজের নামে করুন Hero Splendor Plus! এই অফার মিস করলে পস্তাবেন

হিরো মোটরসের বাইক বাজারে বিখ্যাত কম দামের মধ্যে উন্নত কোয়ালিটির জন্য। এক্ষেত্রে তাদের Splendor plus বাইকটি বাজারে বিশেষ নাম কুড়িয়েছে। মিড সেগমেন্টে বেশ শক্তিশালী এই Splendor। 60 কিমির মাইলেজ সমৃদ্ধ…

Published By: Ritwik | Published On:

হিরো মোটরসের বাইক বাজারে বিখ্যাত কম দামের মধ্যে উন্নত কোয়ালিটির জন্য। এক্ষেত্রে তাদের Splendor plus বাইকটি বাজারে বিশেষ নাম কুড়িয়েছে। মিড সেগমেন্টে বেশ শক্তিশালী এই Splendor। 60 কিমির মাইলেজ সমৃদ্ধ গাড়িটি বেশ দারুন কিছু ভার্সনে এসেছে বাজারে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Hero Splendor Plus বাইকে মোটামুটি শক্তিশালী 97.2 cc ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি মোট 7.91 bhp শক্তি এবং 8.05 Nm পিক টর্ক জেনারেট করে। 4 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে আসে। দীর্ঘ রুটের ক্ষেত্রে দারুণ হবে হিরোর হাই পারফরমেন্স বাইকটি। সাথে 83 কিলোমিটার মাইলেজও দেয় Hero Splendor Plus। মাত্র ৯ হাজার টাকা দিয়ে নিজের নামে করুন Hero Splendor Plus! এই অফার মিস করলে পস্তাবেন

বাইকটিতে রয়েছে বড় 9.8-লিটার ফুয়েল ট্যাঙ্ক। বাজারে 70,658 টাকা এক্স-শোরুম মূল্যে বিক্রি হচ্ছে এই Splendor Plus। যদিও বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম ভিন্ন ভিন্ন। এবং মোট 4টি ভ্যারিয়েন্ট 11টি রঙের সাথে আসছে বাইকটি। বাইকটির উভয় চাকায় রয়েছে ড্রাম ব্রেক। টেলিস্কোপিক ফর্ক এবং ডুয়াল শক অ্যাবজরবার সাসপেনশনের কারণে রাস্তায় চলার সময় বেশ স্মুথ ভাবেই চলে বাইকটি।

আপনি যদি ফাইনান্স প্ল্যানে Hero Splendor Plus 100cc বাইকটি কিনতে চান তাহলে আপনাকে বিভিন্ন ফাইন্যান্স প্ল্যান রয়েছে। আপনি 9 হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই হবে। এবার বাকি অর্থ পরিশোধ করতে মাসিক 2,445 টাকার EMI জমা করতে হবে। সেইসাথে বার্ষিক 9.7 শতাংশ হার সুদ দিতে হবে আপনার ঋণের ওপর।

About Author