পালসার 150-র বাজার দখল করতে আসছে Yamaha XSR 155। বাইকটিতে পেয়ে যাবেন Jawa-র মত দমদার ইঞ্জিন যার মাইলেজও দমদার। এমনিও বহুদিন ধরেই ভারতের বাজারে দাপিয়ে বেড়াচ্ছে এই কোম্পানির বিভিন্ন মডেল। তাদের প্রতিটি মডেলেই থাকে নতুন নতুন চমক। যে কারণে এই নতুন মডেলটিকে নিয়েও দারুন কৌতুহল তৈরি হয়েছে বাইক প্রেমীদের মনে।
শোনা যাচ্ছে ইয়ামাহার এই নতুন মডেলে একাধিক ফিচার দেওয়া হবে। পাশাপাশি বাইকটির লুক নিয়েও কাজ করছে সংস্থাটি। এই মুহূর্তে থাইল্যান্ডে লঞ্চ করা হয়েছে বাইকটি। এবং অবাক করা বিষয় হল, লঞ্চ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ ইউনিট সোল্ড আউট। চলুন দেখে নিন ঠিক কী কী ফিচার্স রয়েছে এই বাইকে।
প্রথমেই বলি Yamaha XSR 155 এর একটি শক্তিশালী ইঞ্জিন রয়েছে। বাইকটিতে রয়েছে একটি 155cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন, যা সর্বোচ্চ 19 bhp শক্তি এবং 14.7nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। এতে পেয়ে যাবেন 6 স্পিড গিয়ারবক্স। বাইকটি 48.58 kmpl মাইলেজ দেয়। ভারতেও আপনি এই বাইকটিতে একটি শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন।
আপনি Yamaha XSR 155-এ নতুন আশ্চর্যজনক বৈশিষ্ট্য দেখতে পাবেন। এতে রাউন্ড এলইডি স্প্লিট হেডল্যাম্প, ফুয়েল ট্যাঙ্ক, রাউন্ড টেইল ল্যাম্প, রাউন্ড ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো বৈশিষ্ট্য রয়েছে। বাইকটিতে একটি সিঙ্গেল পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। আশা করা হচ্ছে আগামী বছরের মধ্যেই ভারতীয় বাজারে লঞ্চ হবে এই বাইক। দামের কথা বললে এর প্রারম্ভিক মূল্য 1.40 লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটি মূলত টিভিএস অ্যাপাচি, হিরো এক্সট্রিমের মতো গাড়িকে টক্কর দেবে।