TRENDS
Advertisement

71 কিমি মাইলেজ এবং 91 কিমির টপ স্পিড Yamaha-র এই স্কুটারে, মাত্র 10 হাজারে নিয়ে যান এই ধাসু গাড়ি

বাইকের সাথে সাথে স্কুটারও দারুণ জনপ্রিয় ভারতের বাজারে। এক্ষেত্রে Honda, TVS, Suzuki এর মতো Yamaha বেশ বড় অংশ দখল করে রয়েছে। উচ্চ গতির স্কুটারের কথা বললে Yamaha RayZR এর নাম…

Published By: Ritwik | Published On:

বাইকের সাথে সাথে স্কুটারও দারুণ জনপ্রিয় ভারতের বাজারে। এক্ষেত্রে Honda, TVS, Suzuki এর মতো Yamaha বেশ বড় অংশ দখল করে রয়েছে। উচ্চ গতির স্কুটারের কথা বললে Yamaha RayZR এর নাম বেশ জনপ্রিয়। আসন্ন দীপাবলিতে বেশ সহজেই এই স্কুটার কিনতে পারেন আপনি। কিভাবে সহজে কিনবেন তা দেখে নেওয়ার আগে জেনে নিন কেমন কি ফিচারস রয়েছে স্কুটারে। 71 কিমি মাইলেজ এবং 91 কিমির টপ স্পিড Yamaha-র এই স্কুটারে, মাত্র 10 হাজারে নিয়ে যান এই ধাসু গাড়ি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

RayZR 125 Fi Hybrid Disc স্কুটারে 124.8 সিসির ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন মোট 8.2 PS শক্তি এবং 10.3 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। 91 কিমির টপ স্পিড সহ 71.33 কিমির উচ্চ মাইলেজ রয়েছে সেখানে। ফলে স্কুটারের পাওয়ার ট্রেন এবং মাইলেজ নিয়ে চিন্তা করার কারণ নেই।

Yamaha RayZR 125 Fi হাইব্রিড ডিস্কের এক্সস্টেও কভার রয়েছে। স্বাভাবিক ভাবেই স্কুটারটি সামনে থেকে বেশ পেশীবহুল এবং সাহসী দেখায়। অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ার সহ স্কুটারটির মোট ওজন 98 কেজি হওয়ার কারণে রাস্তায় এটি নিয়ন্ত্রণ করা আরো সহজ হয়ে ওঠে। ডিজিটাল স্পিডোমিটার গাড়িটির আকর্ষণ বৃদ্ধি করে। 71 কিমি মাইলেজ এবং 91 কিমির টপ স্পিড Yamaha-র এই স্কুটারে, মাত্র 10 হাজারে নিয়ে যান এই ধাসু গাড়ি

কীভাবে সস্তায় কিনবেন?
RayZR 125 Fi Hybrid Disc এর দাম শুরু হচ্ছে 93,600 টাকা থেকে। একবারে এতটা টাকা দিতে না পারলে 10,000 টাকা ডাউনপেমেন্ট দিয়ে তিন বছরের ফাইন্যান্সে গাড়িটি কেনা সম্ভব। সেক্ষেত্রে বার্ষিক 9.7% সুদ সহ মাসিক 2823 টাকা একই দিলেই স্কুটার আপনার।

About Author