TRENDS
Advertisement

Yamaha R3 Vs KTM RC 390! তুমুল লড়াই দুই বাইকের মধ্যে, দেখে নিন এগিয়ে কোনটি

KTM এবং Yamaha এর মধ্যে বাজার দখলের জোর লড়াই, কিন্তু এগিয়ে কোন বাইক? দেখে নিন বিস্তারিত তুলনা

Published By: Ritwik | Published On:

আর মাত্র কয়েকটা দিন তারপরই বাজার কাঁপাতে আসছে Yamaha এর দুই শক্তিশালী বাইক R3 এবং MT-03। এখনো লঞ্চ না হলেও সেই নিয়ে চর্চার কমতি নেই। ভারতের বাজারে ব্যপক সাড়া ফেলেছে দুই বাইক। আসন্ন R3 এর জোর টক্কর হতে চলেছে KTM RC 390 এর সাথে। আজকে জানাবো দুই বাইকের মধ্যে এগিয়ে কে, কোন বাইক কিনবেন আপনি। Yamaha R3 Vs KTM RC 390! তুমুল লড়াই দুই বাইকের মধ্যে, দেখে নিন এগিয়ে কোনটি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ইঞ্জিন

Yamaha YZF-R3 বাইকে থাকছে 321 সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন। আর এই ইঞ্জিন সর্বোচ্চ 40.4 hp শক্তি এবং 29.4 Nm টর্ক তৈরি করতে সক্ষম। ইঞ্জিনটি যুক্ত থাকছে 6 গতির গিয়ারবক্সের সাথে।

KTM RC 390 বাইকের ইঞ্জিন অপেক্ষাকৃত বড়। সেখানে রয়েছে 373 সিসির ইঞ্জিন যা সর্বোচ্চ 42.9 hp শক্তি এবং 37 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটিও 6 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত।Yamaha R3 Vs KTM RC 390! তুমুল লড়াই দুই বাইকের মধ্যে, দেখে নিন এগিয়ে কোনটি

তালিকা দেখলে বেশ সহজেই বোঝা যাচ্ছে যে, শক্তির দিক দিয়ে KTM বাইকটি অনেকখানি এগিয়ে।

ফিচারস

Yamaha এবং KTM, উভয় বাইকেই রয়েছে USD ফর্ক এবং মনোশক সাসপেনশন। এছাড়া দুই বাইকেই দু চাকাতে সিঙ্গেল ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) দেখা যায়। ইয়ামাহার বাইকে LED লাইটিং, LCD ডিসপ্লে, সাইড স্ট্যান্ড সেন্সর ইত্যাদি থাকলেও নেই কোনও ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার। অন্যদিকে কেটিএম আরসিতে রয়েছে TFT ডিসপ্লে, ট্র্যাকশন কন্ট্রোল, বাই-ডাইরেকশনাল কুইক শিফটার, স্মার্টফোন কানেক্টিভিটি, কল এবং SMS এলার্ট, নেভিগেশন ইত্যাদি।

ফিচার্সের দিকে দিয়েও Yamaha বাইকের থেকে এগিয়ে KTM

Yamaha R3 Vs KTM RC 390! তুমুল লড়াই দুই বাইকের মধ্যে, দেখে নিন এগিয়ে কোনটি

দাম

KTM RC 390 বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 3.18 লাখ টাকা থেকে। Yamaha R3 এর সম্ভাব্য দাম থাকবে 4 লাখ টাকা। সেক্ষেত্রে Yamaha এর বাইকের থেকে প্রায় 1 লক্ষ টাকা সস্তা হবে KTM এর বাইক। শক্তিশালী ইঞ্জিন এবং অধিক ফিচারস সমেত সস্তা হওয়ায় KTM RC 390 তুলনায় এগিয়ে Yamaha R3 এর থেকে। এখন দেখার মার্কেটে দুই বাইকের মধ্যে কোনটির বিক্রি বেশি হয়।

About Author