Read In
Whatsapp
Bike News

বাজাজের বাইকের সামনে ধোপে টিকবে না Yamaha R15, দেখুন কী কী ফিচারস থাকবে নতুন Pulsar NS 25O তে

বাইকের বাজারে প্রতিযোগিতা বেশ বেড়েছে। বিভিন্ন সেগমেন্টে একাধিক কোম্পানি তাদের বাইক লঞ্চ করেছে। আর এই বাজারে Bajaj দারুণ শক্তিশালী একটি বাইক লঞ্চ করেছে। 250 সিসি সেগমেন্টে বিখ্যাত বাজাজের NS 250। চলুন দেখে নেওয়া যাক বাইকটি কেমন।

Pulsar NS 250 দারুণ গতি এবং স্পোর্টস ডিজাইনের সাথে আসে। বর্তমানে রেসিং থেকে স্পোর্টস ক্যাটেগরির বাইক মানুষের বেশি পছন্দের। আর এই সেগমেন্টে বাইকটি বাকিদের কঠিন প্রতিযোগিতা দেয়। কিছুদিন আগেই লঞ্চ হয়েছে NS 250। কিন্তু তারই মধ্যে বাজারের বড় অংশ দখল করে নিয়েছে বাইকটি।

বাজাজ পালসার NS 25O তে 17 ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয় হুইল সহ ডুয়াল চ্যানেল ABS এর সাথে বাজারে আসবে। 795mm উচ্চতার সাথে 165mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেবে বাইকটি। যার ফলে NS 250 এর মূখ্য প্রতিযোগী Yamaha R15 বেশ বড় প্রতিযোগিতার মুখে পড়বে। দুই বাইকেই প্রিমিয়াম স্পোর্টস লুক থাকছে। কিন্তু লেটেস্ট প্রযুক্তির সাথে কিছুটা হলেও এগিয়ে NS 250।

বাজাজের NS 250 বাইকে একটি 248.7 CC লিকুইড কুলড ইঞ্জিন থাকবে যা 31PS শক্তি এবং 27Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। 6 গতির ট্রান্সমিশনের সাথে আসবে NS 25O। বাইকটির এক্স শোরুম দাম থাকছে 1.50 লক্ষ টাকা থেকে 1.70 লক্ষের মধ্যে।

Back to top button