Yamaha এর বিভিন্ন বাইক বাজারে বেশ জনপ্রিয়। বিশেষ করে স্পোর্টস বাইকগুলো। স্টাইল থেকে পাওয়ার সমস্ত কিছুই দেখতে পাবেন আপনি। দ্রুত গতির বাইকগুলোর জন্য নানান ধরণের ডিজাইনে বাইকের লম্বা পোর্টফোলিও নিয়ে এসেছে। এর মধ্যে FZ-S বাইকটি বেশ জনপ্রিয়।
নানান বাইক থাকলেও FZ-S বাইকটি অধিক জনপ্রিয়। দাম এবং গুণমান উন্নত হওয়ার কারণেই এই বাইক অধিক বিক্রি হয়। বাইকটি প্রচুর পরিমাণে বিক্রি হলেও দাম বাড়ার কারণে কিছুটা হলেও সাধারণের হাতের বাইরে চলে গিয়েছে। তবে আপনিও যদি এই বাইক কিনতে চান তাহলে একটি দারুণ অফার নিয়ে এসেছি।
Yamaha FZ-S বাইকটিতে বেশ কিছু দুর্দান্ত ফিচারস রয়েছে। সামনের চাকায় ডিস্ক ব্রেক, সিঙ্গল চ্যানেল ABS, ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার, ডিজিটাল অডোমিটার, 149 সিসির ইঞ্জিন রয়েছে যা 12.4 PS শক্তি উৎপন্ন করে। অর্থাৎ মোটের ওপর বেশ শক্তিশালী বাইকটি। এছাড়া বাইকের মাইলেজ রয়েছে 45 কিমির।
উৎসবের মরশুমের ঠিক আগে তার FZS V4 বাইকটি দুটি নতুন রঙের সাথে লঞ্চ হচ্ছে। নতুন মোটরসাইকেলটি এখন ডার্ক ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক শেডে পাওয়া যাবে। FZS V4 DLX ভার্সনে মেটালিক গ্রে, ম্যাজেস্টি রেড এবং মেটালিক ব্ল্যাক রঙের সাথে উপলব্ধ। এছাড়া কনট্রাস্ট অ্যালয় বাইকটির লুক আরো আকর্ষণীয় করে তুলেছে।
Yamaha FZ-S V4 এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.28 লক্ষ টাকা থেকে। FZS V4 DLX এর দাম পড়বে 1.29 লক্ষ টাকা। বাইকের পুরনো ভার্সন V3 এর এক্স শোরুম দাম পড়বে 1.16 লক্ষ টাকা।