TRENDS
Advertisement

Hybrid Scooter : বাজারে এল হাইব্রিড স্কুটার, শক্তিশালী ইঞ্জিনের সাথে পাবেন দারুণ রেকর্ড মাইলেজ

সাম্প্রতিক সময়ে বাজারে এসেছে বিভিন্ন হাইব্রিড গাড়ি। জ্বালানি সাশ্রয়ী হওয়ার সাথে সাথে এগুলোতে লম্বা মাইলেজও পাওয়া যায়। ভারত সহ বিশ্বের বহু দেশেই এমন গাড়ির চাহিদা বিপুল। কিন্তু জানেন কি এবার…

Published By: Ritwik | Published On:

সাম্প্রতিক সময়ে বাজারে এসেছে বিভিন্ন হাইব্রিড গাড়ি। জ্বালানি সাশ্রয়ী হওয়ার সাথে সাথে এগুলোতে লম্বা মাইলেজও পাওয়া যায়। ভারত সহ বিশ্বের বহু দেশেই এমন গাড়ির চাহিদা বিপুল। কিন্তু জানেন কি এবার বাজারে এসেছে হাইব্রিড স্কুটার! পেট্রোল ইঞ্জিনের সাথে সাথে সেখানে থাকে বৈদ্যুতিক মোটর এবং ইঞ্জিন। Hybrid Scooter Yamaha RayZR

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

হাইব্রিড স্কুটারকে শক্তি জোগায় পেট্রোল ইঞ্জিন এবং বৈদ্যুতিক মোটর ও ইঞ্জিন। এক্ষেত্রে পেট্রোল ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও গাড়িটি বহুদূর যেতে পারে। সেইসাথে এরকম স্কুটার পরিবেশ বান্ধব এবং জ্বালানির খরচও কমিয়ে দেয়। আপনাদের জানিয়ে দিই যে, ভারতে এই স্কুটার নিয়ে এসেছে Yamaha। জাপানি কোম্পানির Fascino এবং RayZR স্কুটারে রয়েছে হাইব্রিড ইঞ্জিন।

আসলে এই হাইব্রিড স্কুটারে রয়েছে ব্লু কোর হাইব্রিড প্রযুক্তি। Yamaha Fascino এবং RayZR স্কুটারের মাইল্ড হাইব্রিড প্রযুক্তির জন্য রয়েছে একটি স্মার্ট মোটর জেনারেটর। আর এটিই স্কুটারে থাকা ছোট লিথিয়াম আয়ন ব্যাটারিকে চার্জ করে। স্কুটারটির গতি কমে গেলে জেনারেটর সক্রিয় হয়ে যায়। গতি বাড়লে বৈদ্যুতিক মোটর হিসেবে কাজ করে এবং সেটি স্কুটির পিছনের চাকাতে শক্তি সরবরাহ করে। স্বাভাবিক ভাবেই পিক আপও বেশি পাওয়া যায়। Hybrid Scooter Yamaha Fascino

আপনাদের জানিয়ে রাখি যে, কেবল শক্তি সরবরাহ করে তাই নয়, একইসাথে ব্লু কোর হাইব্রিড প্রযুক্তির মাধ্যমে স্কুটারটিতে 16% বেশি মাইলেজ দেয়। কোম্পানির দাবি অনুযায়ী 66 kmpl মাইলেজ পাওয়া যায়। স্বাভাবিক ভাবেই এই স্কুটারের চাহিদা বেড়েছে। আশা করা যাচ্ছে যে, আগামী সময়ে কোম্পানি আরো বেশি হাইব্রিড স্কুটার নিয়ে আসবে বাজারে। Hybrid Scooter : বাজারে এল হাইব্রিড স্কুটার, শক্তিশালী ইঞ্জিনের সাথে পাবেন দারুণ রেকর্ড মাইলেজ

দাম : ব্লু কোর হাইব্রিড প্রযুক্তির সাথে আসে দুটি স্কুটার। এগুলো হলো Yamaha Fascino এবং Yamaha RayZR। Fascino স্কুটারের এক্স শোরুম দাম রয়েছে 79,600 থেকে 93,630 টাকা। অন্যদিকে Yamaha RayZR এর এক্স শোরুম দাম রয়েছে 84,730 টাকা থেকে 92,630 টাকা।

About Author