Read In
Whatsapp
Bike News

Triumph এর জন্য অপেক্ষা না করে নিতে পারেন এই পাঁচটি বাইক, দাম সাধ্যের মধ্যেই

কয়েকদিন আগেই বাজারে এসেছে Triumph Speed 400। এবার আসছে Scrambler 400x। এই 400 সিসির বাইক মানেই সেগুলো প্রিমিয়াম ক্যাটেগরিতে আসে। Triumph নিজেই একটি প্রিমিয়াম কোম্পানি। এমতবস্থায় triumph Scrambler এর জন্য অপেক্ষা করতে না চাইলে নীচে দেওয়া পাঁচটি বাইক দেখতে পারেন। চলুন আপনাদের জানাই এই নিয়ে।

1) New KTM 390 Duke
গত মাসেই বাজারে এসেছে এই বাইকটি। নতুন দমদার লুক আর শক্তিশালী ইঞ্জিনের সাথে নিজের সেগমেন্টে সেরা পারফর্মার নতুন 390 Duke। মাত্র 2.4 সেকেন্ডেই বাইকটি পৌঁছায় 60 kmph গতিতে। টপ স্পিড 155 কিমি। 399 সিসির ইঞ্জিন মোট 46PS শক্তি উৎপন্ন করে। এই বাইকের এক্স শোরুম দাম মাত্র 3.10 লাখ।

2) KTM RC 390
400 সিসি সেগমেন্টে KTM এর আরো একটি দুর্দান্ত বাইক হলো RC 390। কম্প্যাক্ট ডিজাইন এবং দূর্দান্ত শক্তিশালী এই বাইক। 373 সিসির ইঞ্জিন মোট 43hp শক্তি উৎপন্ন করে। 170 কিমি টপ স্পিড সহ RC 390 এর এক্স শোরুম দাম 2.73 লক্ষ টাকা।

3) Kawasaki Ninja 400
গত বছর জুলাই মাসে লঞ্চ হয় এই বাইকটি। নতুন Kawasaki বাইক এলেও নিনজা 400 এখনো নিজের গুরুত্ব বজায় রেখেছে। 399 সিসির ইঞ্জিন মোট 48.3 PS শক্তি উৎপন্ন করে। 190 কিমির টপ স্পিড সহ বাইকের এক্স শোরুম দাম মাত্র 4.60 লাখ থেকে 4.65 লক্ষ টাকা।

4) Royal Enfield Himalayan
প্রিমিয়াম বাইকের রাজা Royal Enfield। হিমালয়কে জয় করতে দারুণ একটি অফরোডিং বাইক লঞ্চ করেছে তারা। তবে এবার Himalayan এর নতুন ভার্সন আসবে বাজারে। 450 সিসির ইঞ্জিন মোট 40hp উৎপন্ন করে। 2.70 লাখ টাকা এক্স শোরুম দামের সাথে Himalayan একটি দুর্দান্ত বাইক।

5)Bajaj Dominar 400
অন্যান্য প্রতিযোগিদের টেক্কা দিতে Bajaj তাদের Dominar লঞ্চ করে। গতি যেমন দারুণ তেমনই বেশ ভরসাযোগ্য ইঞ্জিন থাকবে এই বাইকে। 373 সিসির ইঞ্জিন মোট 40PS শক্তি উৎপন্ন করে। 150 কিমি টপ স্পিড এবং 29 kmpl মাইলেজ সহ Dominar 400 এর এক্স শোরুম দাম মাত্র 1.91লক্ষ টাকা।

Back to top button